Monday, December 28

কানাইঘাটে নারীর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় এবং কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে গত মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট মহিলা কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও এএসআই অজিতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতিসংঘের যুব ভলেন্টিয়ার রেজওয়ানা আফরিন তান্নি। অনুষ্ঠানে আগত কানাইঘাট ডিগ্রি কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে তাদের বিভিন্ন সমস্যার কথা শ্রবণ করেন প্রধান অতিথি। এসময় শিক্ষার্থীরা ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন সহ বিভিন্ন ভাবে নারীর প্রতি সহিংসতার কথা তোলে ধরেন এবং এসব সমস্যা রোধ করতে রেজওয়ানা আফরিন তান্নির সহযোগিতা কামনা করেন। রেজওয়ানা আফরিন তান্নি বলেন, যে কোন ধরনের সমস্যা সমাধানের জন্য তার সংস্থা এবং স্থানীয় প্রশাসন সদা প্রস্তুত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিআইও শফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এস.আই জসীম উদ্দিন ও এএসআই জগদীশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়