Monday, December 14

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৫ ডিসেম্বর


ঢাকা: আগামী ২৫ ডিসেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শনিবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান। সভার পর তিনি সাংবাদিকদের জানান, সব জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা কার্যালয়, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন প্রতিষ্ঠান ও আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৭ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রবিবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সুতরাং সোমবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ হিসেবে ২৫ ডিসেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে। প্রসঙ্গত, মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করে থাকেন। সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ওয়াjR প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, স্পারসোর সিএসও মো. শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়