কানাইঘাট নিউজ ডেস্ক:
পানিই জীবন। পানি ছাড়া আবার মানুষ বাঁচে নাকি!
কিন্তু পানি গায়ে লাগলে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ে শুনেছেন কখনও!
তেমনই অবাক করা এক বাস্তব নিকি হার্স্টের জীবনে।
নিকি থাকেন ইংল্যান্ডে। জাতিতে ব্রিটিশ। গত ১২ বছর গোসল করা হয়নি তার। কারণ, পানি সহ্য হয় না নিকির। গায়ে মানে ত্বকে এক ফোঁটা পানি লাগলেই ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন নিকি।
এ কারণে গত ১২ বছর ধরে চিকিৎসকরা তাকে বিশেষ চিকিৎসা সেবা দিচ্ছেন। নারী যখন, তখন বাড়ির কাজও তো তাকে কিছু করতে হয়। যাতে পানি হাতে লাগার সম্ভাবনা। কিন্তু সেই ধরনের কাজগুলো করার সময় যাতে হাতে জল না লাগে সেজন্য হাতে গ্লাভস পরে নেন নিকি।
৫০ লাখ মানুষের মধ্যে এমন ঘটনা, কেবল একজনের হতে পারে, চিকিৎসকরা এমনটাই বলছেন। পানি পান করাটাও বিপজ্জনক হয়ে গিয়েছে নিকির। বেশিরভাগ সময়ই ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে পানি দেওয়া হয়।
প্রতি মাসে নিকির রক্তের প্লাজমা বদলাতে হয়। না, গোটা ইংল্যান্ডে আর একজনের ক্ষেত্রেও এমনটা করতে হয় না।
তাহলে কি নিকি সুস্থ হবেনই না! চিকিৎসকরা বলছেন, না সুস্থ হবেন না। তবে এভাবেই নিয়মিত চিকিৎসা করে যেতে থাকলে, বেঁচে থাকতে অসুবিধা হবে না তার।
সূএ:জিনিউজ।
Monday, November 23
এ সম্পর্কিত আরও খবর
১ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা আজ শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ● ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ● ২৮ রবিউস সানি ১৪৪৬। আজকের দিনটি সময়
রেসিপি: সর্ষে পনির নিয়মিত পনির খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। দাঁত এবং হাড়ের গঠন মজবুত হয়। বিশেষজ্ঞদের মতে, শ
অভাব মোচনে নবীজি যে নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করার জন্য অভাব-অনটন, বিপদ-আপদ দান করেন। নবীজি (সা.) ও স
নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সুরমা নদীর তীরে অস্থায়ী সবজির বাজারের ছবি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক
কানাইঘাটে জেলা প্রশাসকের দেওয়া বক্তব্য সর্বমহলে প্রশংসিতনিজস্ব প্রতিবেদক:কানাইঘাট উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজনদের সাথে ম
ডায়াবেটিসের ঝুঁকি ম্যাজিকের মতো কমায় টক দই প্রাণঘাতী ডায়াবেটিস মানুষের শরীরের হরমোনজনিত অসুখ। ইনসুলিন হরমোন শরীরে কম বের হলে বা তৈরি না
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়