Thursday, November 26

ফখরুলের জামিন আবেদনের শুনানি ৩০ নভেম্বর


কানাইঘাট নিউজ ডেস্ক: নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ দিন ধার্য করেন। জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান তিনি। মামলায় মির্জা ফখরুলের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জোনরেল মাহবুবে আলম শুনানি করেন। এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়েছে। কিন্তু চেম্বার আদালত স্থগিত না করে ৩০ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।’ এর আগে গত মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রুলের নিষ্পত্তি করে তিন মাসের জামিন দেন। গত ১৬ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য থাকলেও বিচারপতিরা মির্জা ফখরুলের চিকিৎসার বিষয়ে একটি প্রতিবেদন দেখতে চান। এরই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ মেডিকেল রিপোর্ট জমা দেয়। গত ২ নভেম্বর মির্জা ফখরুলকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন আপিল বিভাগ। পরদিন ফখরুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ মুহূর্তে তিনি কারাগারে রয়েছেন। গত ২১ জুন তিন মামলায় ফখরুলকে জামিন দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের জামিন আপিল বিভাগ বহাল রাখেন। এতে করে সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান এই বিএনপি নেতা। এর পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে চলে যান তিনি। দেশে ফিরে আবেদন জানিয়ে আত্মসমর্পণের মেয়াদ দুই দফা বাড়ান মির্জা ফখরুল। নাশকতায় উসকানি, প্ররোচনা এবং পরিকল্পনা অনুযায়ী পল্টন ও মতিঝিল এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের অভিযোগে ফখরুলের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। গত ৪ ও ৬ জানুয়ারি পল্টন ও মতিঝিল থানা পুলিশ মামলাগুলো দায়ের করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়