কানাইঘাট নিউজ ডেস্ক:
আবূ জাফর আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সওয়ারীর উপর তাঁর পিছনে বসালেন এবং আমাকে তিনি একটি গোপন কথা বললেন, যা আমি কাউকে বলব না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গা (দেওয়াল, ঢিবি ইত্যাদি) অথবা খেজুরের বাগানের আড়ালে মল-মূত্র ত্যাগ করা সবচেয়ে বেশি পছন্দ করতেন।’ (ইমাম মুসলিম এটিকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন)বারক্বানী এতে মুসলিমের সূত্রে বর্ধিত আকারে খেজুরের বাগান’ শব্দের পর বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর বাগানে প্রবেশ করে সেখানে একটা উট দেখতে পেলেন। উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফুঁপিয়ে কাঁদতে লাগল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে এসে তার কুঁজে এবং কানের পিছনের অংশে হাত ফিরালেন, ফলে সে শান্ত হল। তারপর তিনি বললেন, এই উটের মালিক কে? এই উটটা কার?’’ অতঃপর আনসারদের এক যুবক এসে বলল, এটা আমার হে আল্লাহর রাসুল!’ তিনি বললেন, তুমি কি এই পশুটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না, আল্লাহ তোমাকে যার মালিক বানিয়েছেন? কারণ, সে আমার নিকট অভিযোগ করছে যে, তুমি তাকে ক্ষুধায় রাখ এবং (বেশি কাজ নিয়ে) ক্লান্ত করে ফেলো!’’[মুসলিম ৩৪২, ২৪২৯, আবু দাউদ ২৫৪৯, ইবন মাজাহ ২৪০, আহমদ ১৭৪৭, দারেমি ৬৬৩, ৭৫৫]
Saturday, November 7
এ সম্পর্কিত আরও খবর
হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর আগামী বছরের (২০২৫) হজ প্যাকেজ ঘোষণা করা হবে বুধবার (৩০ অক্টোবর)।মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয
অসমাপ্ত মেসেজ হারাবে না হোয়াটসঅ্যাপে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এসেছে ‘মেসেজ ড্রাফট’। এর ফলে ব্যবহারকারীরা আনসেন্ট মেসেজ সেভ
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে খেলবে খুলুরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়নিজস্ব প্রতিবেদক :বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর বিভাগীয় পর্যায়ের ফ
কানাইঘাটকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক :সিলেটের কানাইঘাট উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করেছেন প্রধানম
হত্যার চেয়েও কঠিন অপরাধ ফেতনা-ফ্যাসাদ: কোরআন ইসলাম শান্তির ধর্ম। মানবতার ধর্ম। আর তাই ফেতনা-ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা ইসলাম কখনোই সমর্থন
কানাইঘাটে প্রবাসীদের টাকায় নির্মিত হচ্ছে হাসপাতালনিজস্ব প্রতিবেদক:জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিলেটের কানাইঘাট উপজেলার গাছ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়