Thursday, November 26

ফেসবুকেও খোলা যাবে জয়েন্ট অ্যাকাউন্ট


তথ্য প্রযুক্তি ডেস্ক: ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়। তাহলে ফেসবুকে কেন নয়? কারণ এখানেও তো অ্যাকাউন্টই খোলা হয়। এই ব্যাপরটিকেই এখন বাস্তব করে তুলছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি ফেসবুক একমাত্র ভারতেই এমন সুবিধা দেওয়া শুরু করেছে। একেবারে ব্যাংকের মতো স্বামী স্ত্রী কিংবা বাচ্চার সঙ্গে এই ফেসবুকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে। কারণ মানুষেরা নিজের পরিবারের সঙ্গে এতটাই নিবিঢ় ভাবে যুক্ত তাই এমন ব্যবস্থার কথা চিন্তা করা হয়েছে। ফলে ব্যাংকের মতোই ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলা হলে জানতে চাওয়া হবে তা ‘জয়েন্ট’ না ‘সিঙ্গল’ হবে? ফলে প্রিয় কারও সঙ্গে একসঙ্গে খুলতে চাইলে জয়েন্টে ক্লিক করে দেওয়া যাবে। এরফলে দুইজনেই আলাদা আলাদা পাস ওয়ার্ড নিয়ে ওই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আর এক্ষেত্রে দুজনের বন্ধুরাই চলে আসবে এই জয়েন্ট অ্যাকাউন্টে। এদিকে আবার কোনও কারণে প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ হয় তাহলেও কিন্তু দুজনে জয়েন্ট অ্যাকাউন্ট ভেঙে আলাদা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়