Saturday, November 28

কানাইঘাটে আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা শনিবার সকাল ১১টায় সদর ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষে দীর্ঘদিন পর অনুষ্ঠিত উপজেলা আ’লীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হলেও মূলত আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আ’লীগের সিনিয়র সদস্য আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী। আব্দুল মুমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, কানাইঘাট উপজেলা আ’লীগকে সু-সংগঠিত করার জন্য এবং পৌর নির্বাচনে যাকে আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী মনোনীত করা হবে তাকে বিজয়ী করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে অধ্যাপক লোকমান হোসেন, নিজাম উদ্দিন আল মিজান, রফিক আহমদ, মাসুদ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, এড. মামুন রশীদ, এড. আব্দুস সাত্তার, জালাল আহমদ, শ্রী রিংকু চক্রবর্তী, উপজেলা আ’লীগের সদস্য সিরাজুল ইসলাম, ওলিউর রহমান, সাইফুল আলম, দুদু মিয়া প্রমুখ। বর্ধিত সভায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভার নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন ও সমর্থন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের নেতাকর্মীদের সমর্থন চেয়ে প্রার্থীতা ঘোষণা করেন, বর্তমান মেয়র উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আ’লীগের সদস্য ক্রীড়া সংগঠক মাসুক আহমদ, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এড. মামুন রশিদ, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে.এইচ.এম আব্দল্লাহ, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক চিত্রশিল্পী ভানু লাল দাস, জেলা যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল হেকিম শামীম, প্রার্থীতা ঘোষণা করেন। এ ক্ষেত্রে দলের নেতাকর্মীদের সহযোগীতা চেয়েছেন। তবে বিগত উপজেলা নির্বাচনে আ’লীগের সমর্থন নিয়ে পরাজিত প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন আল মিজান সভায় তার বক্তব্যে আকার ইঙ্গিতে পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করায় দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে মেরুকরণ সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত নিজাম উদ্দিন আল মিজান পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এ নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়েছে। বর্ধিত সভায় কেন্দ্রের সিন্ধান্ত মতে জেলা আ’লীগের নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীরা বসে পরবর্তীতে মেয়র পদে আ’লীগ সমর্থিত একক প্রার্থী ঘোষণা করার সিন্ধান্ত হয়। পাশাপাশি উপজেলা আ’লীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষে কানাইঘাট পৌর আ’লীগের ওয়ার্ড কমিটি ২নং লীপ্রসাদ পশ্চিম ও ৯নং রাজাগঞ্জ ইউপি আ’লীগের কাউন্সিল স্বল্প সময়ের মধ্যে করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেওয়া হয়। সভায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী শেখ মহসিন আলী, জেলা আ’লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশের সহ ধর্মীনি ও সন্তান সহ উপজেলা আ’লীগের দুই জন নেতার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়