Sunday, November 29

কানাইঘাট পৌর নির্বাচন:কাউন্সিলর ও সংরক্ষিত আসন থেকে মনোনয়ন কিনেছেন ২৬ জন


নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ ডিসেম্বর কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ৯টি ওয়ার্ডে কাউন্সিলার পদে আ’লীগ, বিএনপি জাপা, জামায়াত ও অন্যান্য দলের ২২জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসন থেকে ৪ জন প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোয়নপত্র কিনেছেন। দুই এক দিনের মধ্যে ৯টি ওয়ার্ডে আরও একাধিক কাউন্সিলার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে নির্বাচনী মাঠে অদ্যবধি পর্যন্ত বিএনপি ও সমমনা বিরোধী জোটের মেয়র ও কাউন্সিলার প্রার্থীদের তৎপরতা তেমন চোখে পড়েনি। বিএনপি জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ তাদের মেয়র ও কাউন্সিলার প্রার্থীদের আইন শৃঙ্খলা বাহিনী হয়রানী করছে। পুলিশ প্রতিদিন নেতাকর্মীদের বাসা বাড়ীতে তল্লাশী ও গ্রেফতার অভিযান চলছে। তার মধ্যে ইতিমধ্যে কাউন্সিলার পদে ৯টি ওয়ার্ডে আ’লীগের পাশাপাশি বিএনপি ও জামায়াতের একাধিক নেতাকর্মী কাউন্সিলার পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জাহান, বিএনপি নেতা বদরুল আলম, জামাল আহমদ (স্বতন্ত্র), সৈয়দ আহমদ (বিএনপি), ২নং ওয়ার্ডে আ’লীগ নেতা সামছুল হক কনাই, বিএনপি কর্মী আব্দুল হান্নান, জাকারিয়া (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), ৩নং ওয়ার্ডে কারারুদ্ধ জামায়াত নেতা কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ডে যুবলীগ নেতা জসীম উদ্দিন, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার হাফিজ নুর উদ্দিন, যুবলীগ নেতা আবুল বাশার, জামায়াত সমর্থক নুর মোহাম্মদ, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার আ’লীগ নেতা ফখর উদ্দিন শামীম, যুবলীগ নেতা কবির আহমদ, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার বিএনপি নেতা আব্দুর রহিম ভরসা, যুবলীগ নেতা জমির উদ্দিন, হোসেন আহমদ, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার যুবলীগ নেতা তাজ উদ্দিন, আ’লীগ নেতা হাজী রইছ উদ্দিন, যুবলীগ নেতা শরিফ উদ্দিন ও ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার হাবিব আহমদ রির্টানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসন থেকে কিনেছেন ১নং ওয়ার্ড থেকে রহিমা বেগম (স্বতন্ত্র), গীতা রানী দাস (স্বতন্ত্র), ২নং সংরক্ষিত মহিলা আসন থেকে বর্তমান কাউন্সিলার আছিয়া বেগম ও ৩নং সংরক্ষিত আসন থেকে বর্তমান কাউন্সিলার আ’লীগ নেত্রী আসমা বেগম মনোনয়নপত্র কিনেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়