নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশের পেশাদার রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)-এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৩০ নভেম্বর, সোমবার। ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ওই দিন সন্ধ্যায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ইংরেজি জাতীয় দৈনিক দি নিউ নেশনের স্টাফ রিপোর্টার এহসানুল হক জসীম এ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এহসানুল হক জসীম সিলেট জেলার কানাইঘাট উপজেলার স্থায়ী বাসিন্দা।
কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সহ-সভাপতিসহ ৬টি পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। যেসব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক একই পত্রিকার সুমী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানব জমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল, সাংস্কৃতিক সম্পাদক নতুন সময় ডটকমের মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক দৈনিক নবচেতনার প্রধান প্রতিবেদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক পদে নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিল্টন।
যেসব পদে দুই বা ততধিক প্রার্থী রয়েছেন তাদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন। সাধারণ সম্পাদক পদে সাবেক দুই সাংগঠনিক সম্পাদক বাসস-এর সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী ও গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার (অনলাইন) ফেরদাউস মুবারক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া যুগ্ন সম্পাদক পদে আমাদের অর্থনীতির সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন ও বাসস-এর সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক পদে আমাদের অর্থনীতির অর্থনৈতিক প্রতিবেদক হাসান আরিফ ও অর্থনীতি প্রতিদিনের কামরুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক পদে ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শেখ মুহাম্মদ জামাল হোসাইন ও আরটিভির বিশেষ প্রতিনিধি ফারুক খান, দফতর সম্পাদক পদে প্রাইম নিউজ.কম.বিডির মেহদী আজাদ মাসুম ও নাজমুল আহসান তৌফিক এবং ক্রীড়া সম্পাদক পদে যায়যায়দিনের স্পোর্টস রিপোর্টার আমিনুল ইসলাম লিটন ও কালবেলার মুজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাযনির্বাহী সদস্য ৭টি পদের জন্য ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- দি নিউ নেশনের স্টাফ রিপোর্টার এহসানুল হক জসীম, বিবার্তা২৪.নেট-এর চিফ রিপোর্টার মো. মহসিন হোসেন, এসবিসি৭১.কমের ওসমান গণি বাবুল, দৈনিক ভোরের কাগজের ঝর্ণা মনি, নয়াদিগন্তের আশরাফুল ইসলাম, দ্য ইকোনমিক টুডের শেখ মাহমুদ এ রিয়াত, দৈনিক সংগ্রামের কামাল উদ্দিন সুমন, জাস্টনিউজবিডি ডটকমের শফিকুল ইসলাম শামীম, দৈনিক নবচেতনার আজাদ হোসেন সুমন ও আলোকিত বাংলাদেশের মিজানুর রহমান।
এর আগে গত ১ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল আজ ২০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ২১ নভেম্বর। প্রত্যাহারের শেষ সময় ২৩ নভেম্বর ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ--২৪ নভেম্বর (মঙ্গলবার)।
নির্বাচনের আগের দিন ২৯ নভেম্বর ডিআরইউ প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট এক হাজার ২৭০জন ভোট দেবেন।
Monday, November 23
এ সম্পর্কিত আরও খবর
সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী আর নেইরহমত আলী হেলালী:জীবদ্দশায় একাধারে দীর্ঘ ৬৯ বছর বুখারী শরীফের শিক্ষাদানের বিরল দৃষ্টান্ত সৃষ্টিকারী
একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ, কমেছে দাম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ। আমদানি বাড়ায় একদিনের ব্যব
ভারতীয় মিডিয়ার অপপ্রচারের ফল সহকারী হাইকমিশনে হামলা: প্রেস সচিব ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে দেশটির মিডিয়ার অপপ্রচারের
আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, আম
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য আগামীকাল (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) নির্ধারণ করা হবে।
চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২ জনের যত দিন যাচ্ছে, ততই যেন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই জ্বরে দেশে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়