Saturday, November 7

খালেদা নয়, ২০১৯ সালে জনগণের সঙ্গে সংলাপ


পাবনা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, সংলাপ হবে, তবে সেটা ২০১৯ সালে জনগণের সঙ্গে। শনিবার দুপুরে পাবনা সিভিল সার্জন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় দোয়েল কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি এক বক্তব্যে দেশের স্বার্থে জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান সরকারের প্রতি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারী, বিদেশিদের খুনের মদদদাতা, জামায়াতের বন্ধু বিএনপির নেত্রী খালেদা জিয়ার লন্ডনে বসে সংলাপের আহ্বান জনগণের সঙ্গে তামাশা মাত্র। তার সঙ্গে কোনো সংলাপ হতে পারে না, হবেও না।” তারা অবশ্যই সংলাপে বিশ্বাস করেন দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, “তবে সংলাপ হবে বাংলাদেশের জনগণের সঙ্গে ২০১৯ সালে। তার এক দিন আগেও কোনো সংলাপ হবে না।” খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “হুমকি দিয়ে, চক্রান্ত করে কোনো লাভ হবে না। মাঠে আসুন। সেখানে দেখা যাবে কে জিতে আর কে হারে।” সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের এমপি মো. মকবুল হোসেন, পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়