আমিনুল ইসলাম:
শারদ প্রভাতে বাজে তোমার আগমনী , ঢাকের তালে, শঙ্খের সুরে, উলুধ্বনিতে, সমৃদ্ধির সুবাতাসে ভরে যে ধরণী। বড় বড় মঞ্চ প্রস্তুত। কানাইঘাট উপজেলাসহ সারা দেশে সাজসাজ রব। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আজ থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা উৎসব। ঢাকের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারদিক। দেবীর বাহন সিংহের পিঠে চড়ে দুর্গা দেবী আসছেন। সঙ্গে নিয়ে আসছেন গণেশ,কার্তিক,লী আর সরস্বতীকে। আসছেন তারা ভক্তদের শুভবুদ্ধির পথ দেখাতে। আসছেন তারা সুখ সমৃদ্ধির বার্তা নিয়ে। অসুর শক্তির বিরুদ্ধে সুর শক্তির চেতনা যাগাতে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। কানাইঘাট উপজেলার সকল পুজামন্ডপের পূজার প্রস্তুতি শেষ। এবার মা কৈলাস থেকে পিত্রালয়ে বসুন্ধরায় আসছেন দোলায় চড়ে। শাস্ত্রমতে-এতে করে মর্তে ঝড়-দৈবদুর্বিপাক,অস্তিরতা,মড়কসহ নানা অশনি সংকেত বহন করে। তবে সুখবর হচ্ছে মা এই মর্ত থেকে কৈলাস যাবেন গজে চড়ে। আশার কথা হচ্ছে আগামী এক বছর ধন-ধান্যে শস্যপূর্ণ থাকবে আমাদের এই বসুন্ধরা। আগামী শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের শেষ হবে এই মহানুষ্ঠান। এবার কানাইঘাটে ৩৩টি মন্ডপে মূল পুজা হবে বলে জানিয়েছেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভজন লাল দাস। ষষ্ঠীতে মা দুর্গার বোধন,আমন্ত্রনের ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ৫দিনের শারদীয় দুর্গাপূজার যাবতীয় আনুষ্টানিকতা। মঙ্গলবার দ্বিতীয দিন মহাসপ্তমী। মহাসপ্তমীর দিনে সকালে ত্রিনয়ণী দেবীদুর্গার চুদান করা হয়। পূজার তৃতীয় দিন বুধবার মহাসপ্তমীর মহাষ্টমীতে সন্ধিপূজা। মহাষ্টমীতে সবচেয়ে বড় আর্কষণ রামকৃঞ্চ মিশনসহ দেশের বিভিন্ন পূজামন্ডপে কুমারী পূজা। বৃহস্পতিবার মহা নবমী এবং শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন হবে। এ দিনই বিজয়া শোভাযাত্রার মধ্যদিয়ে শেষ হবে শারদোৎসব। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ভজন লাল দাস আরো বলেন, আমাদের সকল প্রস্তুুতি শেষ। কাল ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে ৫দিনের পূজার সূচনা। আইন-শৃঙ্খলা ও নিরাপর্ত্তা পরিস্থিতি এখন পর্যস্ত সন্তুষজনক। তবে আলোকসজ্জা আর নানা কারুকার্যে সজ্জিত হয়ে উঠেছে উপজেলার প্রতিটি মন্ডপ। ইতিমধ্যে ঢাকের আওয়াজ আর উলুধ্বনিতে মূখরিত হয়ে উঠছে চারীদিক। এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান,শারদীয় দূর্গাপূজা উপলে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উপজেলার ৩৩টি পূজামন্ডপ ঘিরে মোতায়েন করা হবে র্যার,পুলিশ,বিজিবি,আনসার ও পূজা উদযাপন কমিটির নিরাপত্তা কর্মীদের। এমনকি পুলিশের প থেকে শালীন আচরণের ক্ষেত্র্রে স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়