Thursday, October 8

কানাইঘাটে মাওঃ উবায়দুল্লাহ ফারুক


নিজস্ব প্রতিবেদক: জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদিস মাওঃ উবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশে বর্তমানে কোন নির্বাচিত সরকার নেই। বিনদেশীরাই এ দেশ পরিচালনা করছে। ইসলামী মূল্যবোধ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। তিনি আরো বলেন, দেশে আজ মানুষের জান মালের নিরাপত্তা নেই। দেশ জুড়ে চলছে খুন, খারাবি, ধর্ষণ, রাহাজানি, হাইজ্যাকের মতো ন্যাক্কার জনক ঘটনা। অপ সংস্কৃতির অশুভ সয়লাভে যুব সমাজ ধ্বংসের দারপ্রান্তে। আলিম উলামাদের জঙ্গী আখ্যায়িত করে বিদেশীদের খুশি করার জন্য জঘন্য নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছে এ সরকার। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাওঃ উবায়দুল্লাহ ফারুক গত বৃহস্পতিবার বিকেল ৩টায় গাছবাড়ী বাজারস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সাধারণ সম্পাদক মাওঃ জয়নুল আবেদীন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফায়েল গাজালী, কানাইঘাট উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওঃ নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান। প্রধান বক্তারা বক্তব্য রাখেন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ ওমর ফারুক, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মুফতি এহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওঃ হেলাল আহমদ চৌধুরী, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহি উদ্দিন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়