Saturday, September 5

কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদ্‌যাপিত


নিজস্ব প্রতিবেদক: সনাতন হিন্দু ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের পূতঃ আবির্ভাব জন্মাষ্টমী উপলক্ষ্যে কানাইঘাটে শনিবার দিনভর হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ ধর্মীয় অনুষ্ঠানমালা পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কানাইঘাট সনাতন যুব সংঘের উদ্যোগে পৌর শহরে র‌্যালী পরবর্তী দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সনাতন যুব সংঘের সভাপতি শ্রী ভজন লাল দাসের সভাপতিত্বে ও ছাত্র যুব ঐক্য পরিষদের পৌর শাখার আহ্বায়ক বিপ্লব কান্তি দাস অপু, সনাতন যুব সংঘের সাধারণ সম্পাদক সুজন রাম দাসের যৌথ পরিচালনায় উক্ত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রিংকু চক্রবর্তী। কানাইঘাট হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, কানাইঘাট পৌর কৃষ্ণ ভক্তবৃন্দ, ছাত্র যুব ঐক্য পরিষদের ইস্কন সিলেটের নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রসগৌর দাস ব্রহ্মচারী, মাধব দাস ব্রহ্মচারী, সাংস্কৃতিক সম্পাদক ভানু লাল দাস, দুর্গা কুমার দাস, হরিপদ শর্মা, সলীল চন্দ্র দাস, সুদীপ্ত চক্রবর্তী, বাবুল চন্দ্র দাস,
কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, মিলন কান্তি দাস। বক্তব্য রাখেন শ্যামল চন্দ্র দাস, বিধান চৌধুরী, লিটন চন্দ্র দাস, নেবুল রুহি, সুমন দাস, বিধান দাস, বিনয় চন্দ্র দাস প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সনাতন ধর্মের বিশ্বাসী বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন। এছাড়া পরমেশর ভগবান শ্রী কৃষ্ণের পূতঃআবির্ভাব উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে অনরূপ ভাবে দিনব্যাপী ধর্মীয় আরাধনা, গীতা পাঠ, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়