Wednesday, August 5

কানাইঘাটে ফরিদা হত্যা কান্ড:এক খুনী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: গত ২৪ জুলাই বসত ঘর থেকে গভীর রাতে তুলে নিয়ে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নারাইনপুর গ্রামে দরিদ্র রিয়াজ আলীর মেয়ে ১৭ বছরের তরুণী ফরিদা বেগমকে দুই দিন আটকিয়ে রেখে উপর্যুপরি গণধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যার ঘটনার সাথে জড়িত এক খুনী ধর্ষণকারীকে গত মঙ্গলবার গভীর রাতে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মুতলিব আহমদ। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন গণধর্ষণের স্বীকার নিহত ফরিদা বেগমের হত্যাকান্ডের সাথে আটক মুতলিব আহমদ জড়িত রয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক থাকায় তাকে গ্রেফতার করার জন্য সীমান্ত এলাকায় পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশ মুতলিব আহমদকে তার নিজ বাড়ী নারাইনপুর পুর্ব গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুতলিব আহমদকে ফরিদা বেগম হত্যা মামলার আসামী করা হবে বরে ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান। এঘটনার সাথে এলাকার কারা কারা জড়িত এ জন্য আব্দুল মুতলিবকে ব্যাপক পুলিশি জিজ্ঞাসাবাদ করা হবে। স্থানীয় লোকজন জানিয়েছেন, পাশবিক নির্যাতন চালিয়ে অত্যান্ত নির্মম ভাবে ফরিদা বেগমকে অপহরণের পর ২৬ জুলাই তার ক্ষত বিক্ষত রক্তাক্ত লাশ অর্ধঝুলন্ত অবস্থায় পাওয়ার পর একই ইউপির নারাইনপুর গ্রামের কোরমান আলীর পুত্র এলাকার চিহ্নিত অসামাজিক কার্য্যকলাপের হুতা পুলিশের হাতে আটক মুতলিব আহমদ (৩৭) বাড়ী ছেড়ে আত্ম গোপণে চলে যায়। গত মঙ্গলবার রাতে স্থানীয় এলাকার লোকজন জানতে পারেন, ফরিদা বেগম হত্যা মামলার ২নং আসামী পানিছড়া বড়খেওড় গ্রামের শুকুর আলীর পুত্র শরীফ উদ্দিন (৪০) ও মুতলিব আহমদ সুরমা নদীর হিলেরঘাট নামক স্থান দিয়ে নৌকায় পার হয়ে মুতলিব আহমদের বাড়ীতে আত্মগোপন করে আছে। গভীর রাতে মুতলিব আহমদের বসত ঘর ঘেরাও করে কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে রাত ২টার দিকে পুলিশ সেখানে গিয়ে মুতলিব আহমদকে আটক করতে সক্ষম হলেও ফরিদা বেগম হত্যা মামলার ২নং আসামী শরীফ উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী জানিয়েছেন মুতলিব আহমদ এলাকার চিহ্নিত লম্পট ও নানা অপরাধ মূলক কর্মকান্ডের হুতা। সে ফরিদা বেগমের পৈশাচিক হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত। তাকে আইনশৃঙ্খলা বাহিনী সঠিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে ফরিদা বেগমকে যারা ধর্ষণ করে হত্যা করেছে তাদের নাম বেরিয়ে আসবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়