Monday, July 20

কানাইঘাটে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: সিলেট কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী এক শিবির নেতাকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করার পর পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে থানায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় মৃত ও প্রবাসে অবস্থানরত ব্যক্তিদের আসামী করায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, সিলেট কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী উপজেলার লামা ঝিঙ্গাবাড়ী গ্রামের সাইফুল আলমের পুত্র জেলা শিবির নেতা শামীম আহমদ (২৬) কে গত শুক্রবার রাত অনুমান ১১টার দিকে কানাইঘাট থানার এস.আই রাশেদুর আলম খাঁন উপজেলার বোরহান উদ্দিন বাজার থেকে গ্রেফতার করেন। শিবির নেতা শামীম আহমদকে গ্রেফতার করে নিয়ে আসার পথে পথিমধ্যে গাছবাড়ী বাজার সংলগ্ন পল্লীবিদ্যুৎ অফিস মোড়ে আসার সময় স্থানীয় জামায়াত শিবিরের কিছু নেতাকর্মী পুলিশের কাছ থেকে শামীম আহমদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে এস.আই রাশেদুল আলম খাঁন জানান। এসময় তিনি ০৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে, জামায়াত শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। আসামীকে কানাইঘাট থানায় নিয়ে আসেন। এ ঘটনায় এস.আই রাশেদুল আলম খাঁন বাদী হয়ে পরদিন শনিবার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, প্রবাসী ও মৃত ব্যক্তি সহ জামায়াত শিবিরের ২৫ নেতাকর্মীকে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। থানার মামলা নং ১৫, তাং- ১৮/০৭/২০১৫ইং। উক্ত পুলিশ এসল্ট মামলায় ২ বছর পূর্বে প্রতিপক্ষের হাতে নিহত উপজেলার দলইমাটি গ্রামের আব্দুর রকিব ৯নং আসামী, দলইকান্দি গ্রামের মাওঃ আবু বক্করের পুত্র সাইপ্রাস প্রবাসী নোমান, দলইমাটি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র দুবাই প্রবাসী জাকারিয়া আহমদ রেজাকেও আসামী করা হয়েছে। মৃত ব্যক্তি ও প্রবাসীদের আসামী করায় পুলিশের দায়েরকৃত এসল্ট মামলা সত্যতা নিয়ে এলাকায় জনমনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এছাড়া স্থানীয় লোকজনের অভিযোগ এসল্ট মামলায় যাদের আসামী করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশ নির্দোষ, এমনকি ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও শিক্ষকদের ঢালাও ভাবে আসামী করা হয়েছে। এ ব্যাপারে মামলার বাদী এস.আই রাশেদুল আলম খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মৃত ও প্রবাসী ব্যক্তিদের মামলায় আসামী করা হলে তদন্ত পূর্বক এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম জানিয়েছেন, পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনার সাথে জামায়াত শিবিরের কোন নেতাকর্মী সম্পৃক্ততা নেই। আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনার ব্যাপারেও তারা কিছুই জানেন না, তবে ঐদিন গুলির শব্দ শোনা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়