Wednesday, July 15

পুলিশি নির্যাতনে নিহত গার্নারের পরিবার পাচ্ছে ৫৯ লাখ ডলার


কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে নিহত এরিক গার্নারের পরিবারকে ৫৯ লাখ ডলার দিতে রাজি হয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। ছয় সন্তানের বাবা গার্নারের মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে ৭৫ মিলিয়ন ডলার দাবি করেছিল তার পরিবার। তবে শেষ পর্যন্ত ৫৯ লাখ (৫ দশমিক ৯ মিলিয়ন) ডলারে সমঝোতায় পৌঁছেছে উভয়পক্ষ। গত বছর ১৭ জুলাই নিউইয়র্কের রাস্তায় অবৈধভাবে সিগারেট বিক্রির অভিযোগে গার্নারকে (৪৩) আটক করে পুলিশ। কয়েকজন পুলিশ সদস্য তাকে জোর করে রাস্তায় ফেলে চেপে ধরলে শ্বাসরোধে এই কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়। গার্নারের মৃত্যু এবং তার কয়েক দিন আগে মিজৌরি স্টেটে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ বালককে গুলি করে হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিচার না করার আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশের হাতে এরিক গার্নারের মৃত্যুর দৃশ্য ঘটনাক্রমে একজন ভিডিও করেন, যা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের পুলিশ বেছে বেছে প্রয়োজন না থাকলেও কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে বল প্রয়োগ করছে বলে অভিযোগ ওঠে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য গার্নারকে রাস্তায় ফেলে চেপে ধরেছেন। এর মধ্যে একজন পেঁচিয়ে ধরেছেন তার গলা। শ্বাসকষ্টের রোগী গার্নারকে এ সময় চিৎকার করে বলতে শোনা যায়, তার দম বন্ধ হয়ে আসছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়