কানাইঘাট নিউজ ডেস্ক:
আর মাত্র কিছু দিন বাদে ঈদ। বিশেষ এই দিনটিতে বিভিন্ন ধরনের ফিরনি সেমাই ঘরে ঘরে রান্না করা হয়। তাই ঈদকে সামনে রেখে আজ দেয়া হলো ভিন্ন স্বাদের ফিরনির রেসিপি। দেরি না করে এর উপকরণ ও প্রণালি জেনে নিন।
উপকরণ :
তরল দুধ ২ লিটার, গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেয়া ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কৌটা, জাফরান এক চিমটি, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা কুচি, কিশমিশ, এলাচি, দারুচিনি পরিমাণমতো, পোলাও চাল আধা কাপ।
প্রণালি :
তরল দুধ পাত্রে ঢেলে এলাচি, দারুচিনি ইত্যাদি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ নেড়ে গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন হয়ে এলে চাল দিয়ে নাড়ুন। কনডেন্সড মিল্ক দিন। দু-তিন বলোক ওঠার পর ঘন হয়ে আসবে।
কনডেন্সড মিল্ক দিলে আর চিনি দরকার হয় না, তবে আরো বেশি মিষ্টি খেতে চাইলে চিনি দিন। কিশমিশ, জাফরান ও অল্প পরিমাণে বিভিন্ন বাদাম কুচি ঢেলে নেড়ে নিন। ঘন হয়ে ঘ্রাণ ছড়ালে নামিয়ে নিন।
এবার পাত্রে ঢেলে বাকি বাদাম কুচি, জাফরান ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
Wednesday, July 15
এ সম্পর্কিত আরও খবর
আপনার গলার স্বরই বলে দেবে ডায়াবেটিসে আক্রান্ত কি না কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনেক কাজই ইদানীং সহজ হয়ে গেছে। সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, সেই
১৯৫৫ - বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় আজ মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং। ১৮ অগ্রহায়ণ ১৪৩১, বাংলা। ২ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি। আজ গ্র
ল্যাপটপের ব্যাটারির চার্জ ধরে রাখার উপায় কানাইঘাট নিউজ ডেস্ক: বর্তমানে ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। বাড়ছে ল্যাপটপের
বরফের নিচে মার্কিন সামরিক ঘাঁটি আবিষ্কার নাসার বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডে একটি অসাধারণ আবিষ্কার করেছেন, দ্বীপের বরফের ১০০ ফুট নিচে চাপা
ডায়াবেটিসের ঝুঁকি ম্যাজিকের মতো কমায় টক দই প্রাণঘাতী ডায়াবেটিস মানুষের শরীরের হরমোনজনিত অসুখ। ইনসুলিন হরমোন শরীরে কম বের হলে বা তৈরি না
কানাইঘাটে দেড় শতাধিক কিশোরকে বিনামূল্যে খৎনানিজস্ব প্রতিবেদক:সিলেটের কানাইঘাটে আল্লামা শফিকুল হক শায়খে আকুনী রহ. স্মৃতি পরিষদের উদ্যােগে ফ্রি স
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়