কানাইঘাট নিউজ ডেস্ক:
বাঙালির প্রাত্যহিক জীবনে আদা একটি অন্যতম অপরিহার্য উপাদান। প্রায় সব রান্নাতেই আমরা কম-বেশি আদা ব্যবহার করি। আর সাধারণ সর্দি-কাশি, ঠান্ডায় ঘরোয়া চিকিত্সা হিসেবে আদার ব্যবহার সুপ্রাচীন কাল থেকেই চলে আসছে।
আদার রস মিশ্রিত রং চা আমরা অনেকেই পান করি। কিন্তু এর গুণাগুণ জানি কজনে? আদা চা পানের কিছু সুফল উল্লেখ করা হলো।
১. আদা চা আমাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতে এককাপ আদা চা আমাদের শরীরকে গরম করে আর ঠাণ্ডা লাগা এবং সর্দি কাশি থেকে দূরে রাখে।
২. সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে এককাপ ধোঁয়া ওঠা আদা চা আপনার ক্লান্তিকে রাখবে দূরে আর করে তুলবে সতেজ।
৩. বমি বমি ভাব হচ্ছে? এক কাপ আদা চা হতে পারে ভালো সমাধান। কোথাও যাওয়ার আগে কয়েক চুমুক আদা চা খান। উপকার পাবেন।
৪. আদা চা হজমশক্তি বাড়ায়। এটি গ্যাষ্টিক সমস্যা দূর করে হজমে সাহায্য করে।
৫. এক কাপ আদা চা শরীরের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এতে করে শরীরের নানা অংশে রক্তপ্রবাহ নিয়ন্ত্রণে থাকে।
৬.শ্বাস নিতে কষ্ট দেখা দিলে এক কাপ আদা চা খেতে পারেন। বেশ উপকারী বন্ধু হিসেবেই কাজ করবে এটি।
Wednesday, July 15
এ সম্পর্কিত আরও খবর
সকালে খালি পেটে খাবেন না যেসব খাবার সকালে একেক জন একেক রকম খাবার খেয়ে থাকেন। তবে সকালে কী খাচ্ছেন সেটার প্রভাব পরে সারাদিনের কাজ
সর্দি-কাশি জব্দ রাখে লেবু পানি, দূর করে কিডনির পাথর! হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিয়মিত পান করলে মেদ ঝরে। এ কথা কম-বেশি এখন সবারই জানা। কিন্ত
কোন ডিম বেশি উপকারী, ভাজা না ভাপা? ডিমের একটি সহজ খাবার। সসপ্যানে হালকা মাখন, ২টি ডিম ফাটিয়ে তার উপর হালকা হাতে ঢেলে দিলেন।
সাইনাস ও মাইগ্রেনের ব্যথার যম পুদিনার চা! হটায় মুখের দুর্গন্ধ চা খেতে ভালোবাসেন না, এমন বাঙালি খুঁজতে গেলে আতশকাচ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে হবে। কাজের ক্লা
হার্ট ও কিডনি ভালো রাখে বেদানা! ক্যানসার-ডায়াবেটিসেরও যমকানাইঘাট নিউজ ডেস্ক:বাংলাদেশের একটি অতি পরিচিত ও উপকারী ফল বেদানা। এতে রয়েছে ভিটামিন সি, ফোলেট, ম্য
কানাইঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগীনিজস্ব প্রতিবেদক:‘দৃষ্টি সবার অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের সা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়