Friday, July 3

কানাইঘাট গাছবাড়ী বাজার এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদেক: কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজার সুরমা নদীর ভাঙ্গন কবলিত এলাকা থেকে শক্তিশালী একাধিক ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন বন্ধ এবং গাছবাড়ী বাজার সহ আশপাশ এলাকা ধ্বংসের হাত থেকে রক্ষা করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা গাছবাড়ী এলাকাবাসীর উদ্যোগে গাছবাড়ী দক্ষিণ বাজারে সুরমা নদীর পাড়ে এ মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধনে দলমত নির্বিশেষে বাজারের ব্যবসায়ী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গাছাবাড়ী বাজার সহ আশপাশ এলাকা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কয়েক কোটি টাকার কাজ চলমান রয়েছে। গত বছর সুরমা নদী মারাত্মক ভাঙ্গন কবলিত গাছবাড়ী বাজার সহ আশপাশ এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করা হলে সে সময় এলাকার মানুষ জেলা প্রশাসক সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেন। সে সময় পত্র পত্রিকায়, নদী ভাঙ্গন কবলিত এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এলাকাবাসীর দাবীর মুখে নদী ভাঙ্গন কবলিত প্রায় বিলুপ্ত নিজ দলইকান্দি বালু মহাল আর ইজারা দেওয়া হবে না প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় এবং এ সংক্রান্ত প্রতিবেদন স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস থেকে দেওয়া হয়। কিন্তু, ১৪২২ বাংলা সনের ৩০শে চৈত্র পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখা প্রায় বিলুপ্ত ভাঙ্গন কবলিত গাছবাড়ী বাজার সংলগ্ন নিজ দলইকান্দি বালু মহালটি সিলেট দক্ষিণ সুরমার মৃত হাজী মাহমুদ আলীর পুত্র মেসার্স মাহমুদ তেজারতি সংস্থার প্রোপাইটর মশউদ আহমদকে লীজ প্রধান করা হয়। তিনি লীজের শর্ত ভঙ্গ করে মাস খানেক থেকে একাধিক শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে নদী ভাঙ্গন কবলিত গাছবাড়ী বাজার সংলগ্ন, নারাইনপুর, রাজপুর, দর্জিমাটি, সর্দারিমাটি মৌজা থেকে প্রতিদিন হাজার হাজার ঘন ফুট বালু উত্তোলন করছেন। উত্তোলনকৃত বালি বিয়ানী বাজার, কানাইঘাট ও সিলেটের বিভিন্ন এলাকায় প্রতিদিন অর্ধশতাধিক ৮/১০ হাজার ঘন ফুট ধারন ক্ষমতা সম্পন্ন বলগেট দিয়ে লক্ষ লক্ষ টাকার বালু বিক্রি ও মজুদ করছেন। লীজের শর্ত ভঙ্গ করে একাধিক গভীর ও শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি এলাকাবাসী প্রতিবাদ করলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এমতাবস্থায় ভাঙ্গন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ না হলে গাছবাড়ী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, আশপাশ এলাকার সুরমাই ডাইক, শিক্ষা প্রতিষ্ঠান মারাত্মক নদী ভাঙ্গনের হুমকির সম্মুখীন হয়ে পড়বে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার জন্য মানববন্ধনে বক্তারা আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মাষ্টার সিরাজ উদ্দিন, আলা উদ্দিন, হাবিবুর রহমান, মামুন রশিদ, হাজী নুর হোসেন, ব্যবসায়ী শিহাব উদ্দিন, শাহাব উদ্দিন, গাছবাড়ী যুব সমিতর সাবেক সেক্রেটারী এখলাছুর রহমান, ডাক্তার আব্দুর রকিব, আব্দুল কুদ্দুছ, গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা হামজা হেলাল, ফখরুল, আশিক, জামাল উদ্দিন, মখবুল হোসেন সহ অনেকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়