Wednesday, July 15

সালাউদ্দিনের অভিযোগ শুনানি বুধবার


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের মেঘালয়ে গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বুধবার অবৈধ অনুপ্রবেশের মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে। সালাউদ্দিনের উপস্থিতিতে মেঘালয়ের একটি নিম্ন আদালতে এ শুনানি হওয়ার কথা। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইসি ঝা মঙ্গলবার জানান, এদিন সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হবে। মেঘালয় পুলিশ ৩ জুন অতিরিক্ত সহকারী কমিশনারের (জুডিশিয়াল) আদালতে সালাহউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এতে বলা হয়, ভারতে এই বিএনপি নেতার আকস্মিক উপস্থিতি ‘উদ্দেশ্যপ্রণোদিত’, বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তা করা হয়েছে। ঢাকা থেকে অন্তর্ধানের দুই মাস পর গত ১১ মে শিলংয়ের গল্ফ লিঙ্ক এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় সালাহউদ্দিন আহমেদকে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। পিপি ঝা বলেন, সালাহউদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের বিষয়টিও রয়েছে। এই বিএনপি নেতার বিরুদ্ধে আনা অভিযোগের ন্যূনতম সাজার বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা না থাকলেও সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে, যদিও পুরো বিষয়টি বিচারকের উপর নির্ভর করে। বিচারক অবশ্য এক মাস কারাভোগের পর তাকে দেশে পুশব্যাকের আদেশও দিতে পারেন বলে পিপি আইসি ঝা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়