Monday, July 20

প্যারিসে কানাইঘাট উপজেলাবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


কানাইঘাট নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশ ফ্রান্সে বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলাবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্যারিসের গার দো নোর্দের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক কানাইঘাট প্রবাসীদের উপস্হিতিতে প্যারিস প্রবাসী কমিউনিটি নেতা খান জালাল এর সভাপতিত্বে ও সাংবাদিক আবু তাহির এর পরিচালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্যারিস – বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল,সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু। বক্তব্য রাখেন জয়নুল আবেদীন,মিনহাজ উদ্দীন ,ইকাবাল হোসেইন,সালেহ আহমদ,কুতুব উদ্দীন,কামাল সহ কানাইঘাট প্রবাসী নেতারা।এসময় কোরান তেলাওয়াত করেন শাহীন আহমদ প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দীর্ঘদিন পর নিজ এলাকার প্রবাসীদের এ মিলন মেলায় আড্ডা এবং ভোজনের সাথে সাথে নিজ এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা করা হয়। সেই সাথে উঠে আসে ফ্রান্সের বাংলাদেশের কমিউনিটিতে কানাইঘাট প্রবাসীদের ভুমিকা। এসময় তারা আন্তরিকতার মাধ্যমে কানাইঘাট উপজেলার উন্নয়নে দেশের বাহিরে অবস্হানরত সকল কানাইঘাট প্রবাসীদের আত্মনিয়োগ করার আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়