Friday, July 10

কানাইঘাট পৌরসভার ৬ কোটি টাকার বাজেট ঘোষণা


নিজস্ব প্রতিবেদক : কানাইঘাট পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এর আকার ৬ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার। শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় কমিউনিটি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে বাজেট পেশ করেন পৌরসভার প্রকৌশলী মনিরুল ইসলাম। বাজেট পেশ পৌরবাসীর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেইন। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, কানাইঘাট থানার ওসি তদন্ত সফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মুবেশ্বির আলী, কমিউনিটি পুলিশের সচিব ডাঃ মুফাজ্জিল হোসেইন, জেলা জাপা নেতা আলা উদ্দিন মামুন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে ৬ কোটি ৩ লাখ ২১ হাজার টাকা। তহবীল দেখানো হয়েছে ২৯ লাখ টাকা। পৌর প্রকৌশলী মনিরুল ইসলাম গত বছরের প্রকৃত আয় ব্যয় ও বর্তমান বছরের বাজেট বাস্তবায়ন অগ্রগতি এবং আগামী বছরের খসড়া বাজেট উপস্থাপন করেন। সভায় প্রশ্নোত্তর পর্বে অনেকে বিগত বছরের বাজেট বাস্তবায়নের উপর বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র লুৎফুর রহমান। স্বাগত বক্তব্যে মেয়র লুৎপুর রহমান বলেন পৌরবাসীর নাগরিক সেবার মান বাড়াতে তিনি প্রতিশ্রæতিবদ্ধ। পৌর এলাকার বিরাজমান সমস্যা তুলে ধরে বলেন, নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী অর্থপ্রাপ্তির বরাদ্ধ কম থাকায় কাংখিত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তার উপর পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ সিএমবি ও এলজিইডি’র সড়কগুলো দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ সংস্কার না করায় তিনি জনসাধারণের প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন অপরদিকে পৌরবাসীকে এ জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিএমবি ও এলজিইডির সড়কের ভাংঙ্গা অংশ মেরামত, পৌরসভার রাজস্ব ফান্ড থেকে বাধ্য হয়ে করতে হচ্ছে। মেয়র লুৎফুর রহমান আরোও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নানা মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। জাপান উন্নয়ন সংস্থা (জাইকা) বিশ্ব ব্যাংকের জলবায়ু ট্রাস্ট ফান্ডের প্রক্রিয়াধীন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন চলমান রয়েছে তা সম্পন্ন হলে পৌরবাসীর জীবন মানের ব্যাপক উন্নতি সাধিত হবে বলে তিনি জানান। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে আয়ের উপর সর্বোচ্চ গুরুত্বরূপ করা হয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা মখদ্দছ আলী, আলী হোসেন কাজল, পৌরসভার ১ম প্যানেল মেয়র কাউন্সিলার হাজী আব্দুল মালিক, ২য় প্যানেল মেয়র কাউন্সিলার ফখরুদ্দিন শামীম, কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, তাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম জাহান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়