কানাইঘাট নিউজ ডেস্ক:
হৃদপিন্ডের রক্তনালীতে চর্বি জমে বা রক্ত জমাট বেধে রক্ত চলাচল একেবারে বন্ধ হয়ে গেলে হৃদপেশির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। আর একেই বলে হার্ট অ্যাটাক। আমেরিকার মত উন্নত দেশে প্রতিদিন গড়ে ২৬০০ লোক মারা যায় হৃদরোগে। আর হৃদরোগীর সংখ্যা প্রায় ৬ কোটি। এর মধ্যে হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। বাংলাদেশে হৃদরোগীর সংখ্যা অনেক। দেশের জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আছে হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে। জীবন যাপনে সর্তকতা ও প্রয়োজনীয় পরিবর্তনই পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে। হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য নিচের নিয়মগুলো মেনে চলুন
১. ধুমপান ও মদপান ত্যাগ করুন।
২. শাকসবজী ও ফলমুল খান বেশি করে।
৩. রক্তে কোলস্টেরল কমিয়ে ফেলুন: স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার যেমন গরু বা খাসি বা পাতিহাঁস, শুকুরের মাংস, চিজ, বিভিন্ন ধরনের কেক, আইসক্রিম, ইয়োগাট, কনডেন্সড মিল্ক ও কোলস্টেরল সমৃদ্ধ খাবার ডিমের কুসুম, বিভিন্ন প্রাণীর মস্তিষ্ক ও যকৃত, চর্বিযুক্ত খাবার পরিহার করুন। এয়াড়াও নিয়মিত ব্যায়াম করুন। আর তাতেও যদি রক্তে কোলস্টেরল না কমে তবে চিকিৎসকের পরামর্শমত ওষুধ খেতে হবে।
৪. নিয়ন্ত্রনে রাখুন উচ্চ রক্তচাপ : উচ্চ রক্তচাপের কারনে বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি। আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখুন। এজন্য অতিরিক্ত লবন পরিহার করুন, নিয়মিত শারীরিক পরিশ্রম করুন ও চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ সেবন করুন।
৫. কমিয়ে ফেলুন অতিরিক্ত ওজন : নিজের ওজনকে কিলোগ্রামে ও উচ্চতাকে মিটারে বের করুন। এবার ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করুন। যদি ভাগফল ১৮.৫ থেকে ২৪.৯ এর মধ্যে হয় তাহলে আপনি একজন স্বাভাবিক ওজনের ব্যক্তি। আর যদি এর বেশি হয় তাহলে দেরি না করে কমিয়ে ফেলুন অতিরিক্ত ওজন। না হলে আপনার বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুকি বেশি।
৬.ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন : ডায়াবেটিসের কারনে হৃদপিন্ডের রক্তনালীতে চর্বি জমে যায়। ফলে রক্তনালী সরু হয়ে রক্ত চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে। বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি। গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিক রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অ-ডায়াবেটিকদের চেয়ে ২ থেকে ৪ গুন বেশি।
৭.ব্যায়াম করুন : গবেষনায় দেখা গেছে, যারা প্রতিদিন ৩০ মিনিট করে সপ্তাহে ৫ বা তারও বেশিদিন ব্যায়াম করে তাদের রক্তচাপ, রক্তে কোলস্টেরলের মাত্রা কমে ও ওজন নিয়ন্ত্রনে রেখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
৮. মানসিক চাপ কমান।
৯. ভিটামিন-ই ও সি খান : হার্টকে সুস্থ রাখার জন্য ভিটামিন-ই গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। ভিটামিন-ই ও সি এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এরা রক্তের কোলস্টেরলকে জারিত করে রক্তনালীতে চর্বি জমে রক্তনালী বন্ধ করতে বাধা দেয়। তাই নিয়মিত ভিটামিন-ই সমৃদ্ধ খাবার যেমন- জলপাই তেল, বাদাম ও বাদাম তেল ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার বেশি করে খান।
Wednesday, July 1
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজে রাখা মাছ কতদিন পর্যন্ত খাওয়া নিরাপদ? পুষ্টিবিদরা যা বলছেনব্যস্ত এই শহরে সবাই ব্যস্ত। এমনকি গ্রামের মানুষও। নানা কাজে পরিবারের কর্তাদের প্রতিদিনই ছুটতে হয় এখ
ইন্টারনেটে ধীরগতির সমস্যা দূর করবেন যেভাবে মোবাইলে ইন্টারনেটে সমস্যা? বা নেটওয়ার্কই পাচ্ছেন না ফোন করার জন্য? তবে হতে পারে নেটওয়ার্কের ঝ
হাঁটুতে ব্যথা কমানোর প্রাকৃতিক ঘরোয়া উপায় হাঁটুর ব্যথায় পা ফেলতে কষ্ট হচ্ছে। তবে এ সমস্যা কোনও প্রৌঢ়়ত্বে পৌঁছনো কারও নয়। যে কোনও বয়সে
কানাইঘাটে সোনালি ধানের ঘ্রাণে মাতোয়ারা কৃষকমাহবুবুর রশিদ:কানাইঘাটের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে আমনের সোনালী ধান। যতদূর চোখ যায় শুধু সো
জুমার দিন যে দোয়া পাঠে ৮০ বছরের গুনাহ মাফ হয়ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই দিনে এমন কিছু সময় আছে যখন আল্লাহ তার বান্দা
স্মৃতিশক্তি বাড়ায় থানকুনি পাতা, দূর করে ঘুমের সমস্যাকানাইঘাট নিউজ ডেস্ক:দ্রুত এগিয়ে চলা জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলেই মাথায় উঁকি দিতে পারে উৎক
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়