Friday, June 26

সেমির লড়াইয়ে আর্জেন্টিনা-কলম্বিয়া


কানাইঘাট নিউজ ডেস্ক: আজ থেকে প্রায় নয় বছর আগে জার্মানি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফিরে আসতে হয়েছিল মেসিদের। সেই ম্যাচে দলে থাকলেও খেলার সুযোগ পাননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। রিজার্ভ বেঞ্চে মাথা নিচু করে বসেছিলেন এই কিংবদন্তি আর দেখেছিলেন টাইব্রেকারে দলকে হারতে। সেই ম্যাচে মাঠে পাঠানোর প্রয়োজন বোধ না করা আর্জেন্টিনা কোচ হোসে পেকারম্যান আজ কলম্বিয়ার কোচ। শনিবার ভোরে চিলির ভিনা দেল মারেতে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা। তাই এই ম্যাচে মেসি সেদিনের বেঞ্চে বসিয়ে রাখার প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে এই পেকারম্যানই প্রথম মেসিকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছিলেন। সেক্ষেত্রে লড়াইটা হতে পারে গুরু-শিষ্যের। লড়াইটা র্যাংকিংয়ের তিন ও চারে থাকা দু’দলেরও। আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন বর্তমান বিশ্বের ফুটবলের রাজপুত্র বার্সেলোনার লিওনেল মেসি। এদিকে কলম্বিয়ার হয়ে মাঠে নামবেন গত বিশ্বকাপের সেরা গোলদাতা এবং পুসকাস পদক জয়ী রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেস। তাই হতে পারে দুই চিরশত্রু ক্লাবের প্রতিনিধিদের লড়াই। সব লড়াই ছাপিয়ে মেসি-পেকারম্যানের দিকেই দৃষ্টি থাকবে ফুটবল বিশ্বের। তবে দেশের হয়ে ১০১ নম্বর ম্যাচে নামার আগে আর্জেন্টিনা অধিনায়ক প্রাক্তন গুরু সম্পর্কে বলেছেন, ‘পেকারম্যান আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন। যা আমি এখনো ভুলিনি।’ গুরু-শিষ্য দু’জনের দলই শনিবার আক্রমণাত্মক ফুটবল খেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের। গ্রুপ পর্বে দু’দলই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেছে। মেসিও এমন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘কলম্বিয়ার খেলার স্টাইল আমাদের সাহায্যে আসতে পারে। কারণ ওদের ফুটবলারদের নিজেদের রক্ষণ ছেড়ে ওঠার সাহস আছে। যেটা আমাদের বেশির ভাগ প্রতিপক্ষের দেখা যায়নি। যে জন্য আমি মনে করি আমরা শনিবার আক্রমণের বেশি জায়গা আর সুযোগ দুটোই পাব।’ পেকারম্যান তার দলের সেরা তারকা রদ্রিগেজকে নিয়ে কাজ করছেন। অনেকের মতে বিশ্বকাপের গোল্ডেন বল মেসির বদলে হামেসের পাওয়া উচিত ছিল। পেকারম্যান বলছেন, ‘সবাই জানে আর্জেটিনার মেসি আছে। কিন্তু আমার মতে ম্যাচ ফিফটি-ফিফটি। কারণ, কলম্বিয়াও সুন্দর অ্যাটাকিং ফুটবল খেলে।’ যদিও কলম্বিয়ার অবস্থা হতাশাজনক। গত বিশ্বকাপের পুরো উল্টো পারফরমেন্স তাদের। ফ্যালকাও-রদ্রিগেজরা যেন আরো বেশি বিবর্ণ। তবে এখন পর্যন্ত টুর্নামেন্ট জুড়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি কোনো দলই। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইন মিলে সদ্যগত ক্লাব মৌসুমে ১৪৮ গোল করেছেন। অথচ সেই আর্জেন্টিনা প্রথম পর্বের ৩ ম্যাচে করেছে মাত্র ৪ গোল! মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা বেশ এগিয়েই। দু’দলের ৩২ লড়াইয়ে আর্জেন্টিনার ১৭ জয়, পক্ষান্তরে কলম্বিয়ার মাত্র ৮ জয় এবং বাকি ৭টি ড্র। কোপা আমেরিকায়ও মুখোমুখি ১২ ম্যাচে আর্জেন্টাইনদের ৭ জয়ের পাশে কলম্বিয়ার ২ জয়, ৩টি ড্র।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়