Tuesday, June 30

কানাইঘাটে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল


নিজস্ব প্রতিবেদক: 
কানাইঘাট দিঘীরপার ইউপি স্বেচ্ছাসেবকলীগ: কানাইঘাট দিঘীরপার পূর্ব ইউপি শাখা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা গত সোমবার বিকেল ৫টায় স্থানীয় সড়কের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওদুদ দুদুর সভাপতিত্বে ও ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাছুম আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আজমল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ইউপি স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা আব্দুল লতিফ লতাই, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য আসাদ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আম্বিয়া, জহির আহমদ। বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আমিন, সেবুল, জামাল উদ্দিন, দিঘীরপার ইউপি স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, ছাত্রলীগ নেতা তালুকদার, তুহিন, রোমান আহমদ, হিমেল, আফতাব উদ্দিন, মনির আহমদ, রহমত আলী, আরিফ, সুমন, সাদিকুর রহমান, দেলোয়ার, রাজীব, অনুপ, মামুন, রুকন, অপন কুমার, ফয়সল, জুবায়ের, সাইদুল, আনোয়ার, স্বেচ্ছাসেবকলীগ নেতা গিয়াস, সেবুল, মামুন, হান্নান, কামরুল প্রমুখ। 
 গ্রীণ বাংলা সোসাইটি কানাইঘাট: গ্রীণ বাংলা সোসাইটি কানাইঘাটের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত সোমবার বিকেল ৪টায় স্থানীয় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শহিদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য হুমায়ুন রশিদ অপির পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সিলেট বিভাগীয় প্রধান মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবী এডভোকেট এ.কে.এম ওলিউল্লাহ, যুবনেতা নুরুল ইসলাম, সিলেট ওয়েলফোর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল পাঞ্চায়িত, ছাত্রনেতা হুমায়ুন রশিদ চৌধুরী রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন, গ্রীণ বাংলা সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, আব্দুর রহমান, শাহীন আহমদ, রাসেল আহমদ, রহমত উল্লাহ, আবুল হাসনাত প্রমুখ। ইফতার পূর্ব রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নজির আহমদ, পবিত্র কোরআনে পাক থেকে তেলোয়াত করেন ইফতেখার মালিক তামিম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়