Saturday, June 13

বৃষ্টির দাপটে ড্রয়ের পথে এগুচ্ছে ফতুল্লা টেস্ট


কানাইঘাট নিউজ ডেস্ক: শেষ দিন খুব নাটকীয় কিছু না হলে ড্র হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্ট। কেননা আজও বৃষ্টির রাজত্বই চলছে ফতুল্লা টেস্টে। চার দিনেও দুই দলের একটি করে ইনিংস শেষ হয়নি। শনিবারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১১ রান। এখনও ৩৫১ রানে পিছিয়ে স্বাগতিকরা। বৃষ্টির বাধায় আজ শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৩০.১ ওভারের বেশি খেলা হতে পারেনি। প্রথম সেশনের শেষ দিকে বৃষ্টি নামলে চারটা পর্যন্ত অপেক্ষা করে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। চতুর্থ দিন সকালে আর ব্যাটিংয়ে নামেনি ভারত। জয়ের চেষ্টায় আগের দিনের স্কোরেই (৪৬২/৬) ইনিংস ঘোষণা করে অতিথিরা। দলে তিন পেসার থাকলেও খেললেও দ্বিতীয় ওভারেই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সাফল্য পেতেও দেরি হয়নি অতিথিদের। বছরে দ্বিতীয়বারের মতো স্টাম্পিং হয়ে আউট হন তামিম ইকবাল। অশ্বিনের বলে একটু এগিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। বলে ব্যাট লাগাতে পারেননি, সময় মতো ফিরতেও পারেননি তিনি। সুযোগ কাজে লাগিয়ে তাকে স্টাম্পিং করেন ঋদ্ধিমান সাহা। এর আগে অবশ্য হাবিবুল বাশারকে (৩০২৬) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন তামিম। হাবিবুলের রান ছাড়িয়ে যেতে তামিমের প্রয়োজন ছিল ৭ রান। তবে তবে মাইলফলকে পৌঁছার দিনটিকে স্মরণীয় করতে পারেননি তামিম।। শুরুতে নড়বড়ে ব্যাটিং করা মুমিনুল হক শেষ পর্যন্ত আউট হন বাজে শট খেলে। হরভজন সিংয়ের বলে এগিয়ে এসে মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এই টেস্টে মুমিনুলের আরেকবার ব্যাটিং নামার সম্ভাবনা খুব কম, তাই প্রায় নিশ্চিত হয়ে গেছে এবি ডি ভিলিয়ার্সের টানা ১২ টেস্টে অর্ধশতকের রেকর্ড স্পর্শ করা হচ্ছে না তার। টানা ১১ টেস্টে অর্ধশতক পাওয়া মুমিনুল ফেরেন ৩০ রান করে। এর পরপরই অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেট হারায় স্বাগতিকরা। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো চার নম্বরে ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি তিনি। দুই রান করে অশ্বিনের বলে লেগস্লিপে রোহিত শর্মার হাতে ধরা পড়েন তিনি। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৪৬২/৬ ডিক্লে. (বিজয় ১৫০, ধাওয়ান ১৭৩, রোহিত ৬, কোহলি ১৪, রাহানে ৯৮, ঋদ্ধিমান ৬, অশ্বিন ২*, হরভজন ৭*; সাকিব ৪/১০৫, জুবায়ের ২/১১৩) বাংলাদেশ: ১১১/৩ (তামিম ১৯, ইমরুল ৫৯*, মুমিনুল ৩০, মুশফিক ২, সাকিব ০*; অশ্বিন ২/৩০, হরভজন ১/২৩)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়