Sunday, June 28

রাজধানীতে কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৫


কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর বনশ্রী এলাকায় কোটি টাকার জাল নোটসহ জালিয়াতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, শনিবার রাতে বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। “ওই বাসায় এক কোটি চার লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের জাল নোট এবং বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে।” গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রহিম শেখ নামের একজন রয়েছেন, যিনি এই চক্রের হোতা বলে র‌্যাবের ভাষ্য। মুফতি মাহমুদ বলেন, এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে গত ১৪ জুন ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই চক্রটি ঈদের আগে কোটি টাকার জালনোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল। ওই চক্রের ১২ সদস্যের মধ্যে বাকি ছয়জনকে পুলিশ খুঁজছে বলেও সেদিন জানানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সেদিন ঈদের সময় কেনাকাটায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। নোট নিয়ে কারও সন্দেহ হলে বিপণি বিতানে বসানো জালনোট শনাক্তকরণ যন্ত্রে তা পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়