Wednesday, June 24

তারকারাও বাংলাওয়াশের অপেক্ষায়


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের সামনে এখন সেই বাংলাওয়াশের চোখ রাঙানি। আজ ২৪ জুন সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ইতোমধ্যে প্রথম দুটি ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। তবে কি পাকিস্তানের মতো ভারতেরও একই পরিণতি হতে যাচ্ছে? কি হতে পারে শেষ ম্যাচে? এই নিয়েই এখন জল্পনা-কল্পনা। এই দলে আছেন দেশের তারকা শিল্পীরাও। বাংলাওয়াশের অপেক্ষায় তারাও এখন প্রহর গুনছেন। বাংলাদেশ-ভারত শেষ ম্যাচ নিয়ে তারকাদের অনুভূতি পাঠকদের জন্য এখানে তুলে ধরা হল… ফেরদৌস আহমেদ (অভিনেতা): আমি ১৫০ ভাগ নিশ্চিত বাংলাদেশ ভারতকে হারিয়ে বাংলাওয়াশ করবে। এবার আমাদের টিমটা বেশ ভালো খেলছে। খুব ভালো জুটি গড়ে খেলাটা শুরু থেকেই ধরে রাখছে। যার কারণে ব্যাটসম্যানরা বেশ ভালো খেলছে। এছাড়া প্রত্যেকেই যার যার জায়গা থেকে শতভাগ চেষ্টা করে যাচ্ছে ভালো খেলার। গত ম্যাচে আমি আমার পুরো পরিবার নিয়ে খেলা দেখতে মাঠে গিয়েছিলাম। দর্শকদের এত আনন্দ-উল্লাস দেখে অন্যরকম অনুভূতি হয়েছিলো। ন্যানসি (কণ্ঠশিল্পী): বাংলাদেশের খেলার ব্যাপারে আমি সবসময়ই ইতিবাচক। আমি মনে প্রাণে বিশ্বাস করি আরও একটি বাংলাওয়াশ উপভোগ করতে যাচ্ছে গোটা জাতি। এখন শুধু সময়ের অপেক্ষা। শুভকামনা রইলো বাংলাদেশ দলের জন্য। রিয়াজ আহমেদ (অভিনেতা): বাংলাদেশ ইতিমধ্যেই সিরিজ জয় করে ফেলেছে। তাই এবার বাংলাওয়াশের মওকা। কথা না বলে বাংলাদেশ দল তার কাজে প্রমাণ করে দিয়েছে। বিষয়টা আমার কাছে মনে হয় মোক্ষম জবাব দিয়েছে। বাংলাওয়াশ এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশ দল তাদের খেলার মান দিনে দিনে উন্নত করেছে। তার প্রমাণ এবার মাঠের খেলায় দেখা যাচ্ছে। বাংলাদেশ দলকে যারা ছোট বলে হেলা করত এখন থেকে একটু ভেবে চিন্তে তারা কথা বলবে। ইমরান (কণ্ঠশিল্পী): গোটা জাতির মতো আমিও আরেকটি বাংলাওয়াশ দেখার অপেক্ষায় আছি। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল যা খেলেছে তাতে বাংলাওয়াশ এখন সময়ের দাবি। কাল মুস্তাফিজ সহ দলের সকল খেলোয়াড় আবারও জ্বলে উঠবে এই কামনা করি। জয় হবেই হবে। মাহিয়া মাহি (অভিনেত্রী): আমি আসলে খুবই উত্তেজিত। আমি গত ম্যাচে মাঠে গিয়েছিলাম। কাল যে ম্যাচটি হবে সেটি দেখতেও মাঠে যাব। আমি আসলে বাংলাদেশ দলকে নিয়েই খুবই আশাবাদী। বিশেষ করে এ সিরিজে বাংলাদেশের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই বেশ ভালো করেছে। সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে আমাদের। বিশ্বকাপে বাংলাদেশকে যেভাবে কাঁদিয়ে বিদায় করেছিলো। তার জবাব আমরা এবার বাংলাওয়াশ করেই দিবো। তারা এ মোক্ষম জবাব পাওয়ার অপেক্ষায় ছিলো। পড়শী (কণ্ঠশিল্পী): আমি মনে করি বাংলাদেশ আগের দুটি খেলায় যেভাবে সকল বিভাগে পারফর্ম করে জয় ছিনিয়ে এনেছে এবারও তার ব্যতিক্রম হবে না। ইনশাল্লাহ আমরা তৃতীয় ম্যাচটিও জিতবো এবং বাংলাওয়াশ করবো। সকল টাইগারদের জন্য শুভকামনা রইলো। আনিসুর রহমান মিলন (অভিনেতা): আমার কাছে মনে হয় বিশ্বকাপে ভারত যদি আমাদের ওই ভাবে না হারাত তাহলে বাংলাদেশ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে পারত! তাই তখন থেকেই বাংলাদেশের খেলোয়ারদের মনে এক ধরনের ক্ষোভ দেখা গিয়েছিলো। কিন্তু বাংলাদেশ এবার সুযোগটা পেয়ে কাজে লাগিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ এবার সিরিজ জয়ের পর এবার ভারতকে বাংলাওয়াশ করবে। বেলাল খান (সুরকার এবং কণ্ঠশিল্পী): সিরিজ জিতেছি এতেই আমরা খুশি তবে বাংলাওয়াশ হলে তো মন্দ হয় না। ষোল কোটি মানুষের প্রাণের দাবি এখন বাংলাওয়াশ। আশাকরি এই প্রাণের দাবি এবার পূরণ করবে টাইগাররা। তারা যদি সবাই নিজেদের জায়গা থেকে সেরা খেলাটা উপহার দিতে পারে তবে বাংলাওয়াশ করতে খুব বেশি বেগ পেতে হবে না। মিশা সওদাগর (অভিনেতা): আমরা আসলে অনেক বেশি পেয়ে গেছি। কারণ বাংলাদেশ যে তাদের খেলায় অনেক উন্নতি করেছে। তা তারা মাঠের খেলা দিয়ে বুঝিয়ে দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যেভাবে নাস্তানাবুদ করে বাংলাদেশ সিরিজ জয় করল। এখন বাংলাওয়াশ শুধু সময়ের অপেক্ষা। কিন্তু একটা বিষয় না বললেই নয়, আমরা সিরিজ জয়ের পর একটু বেশি বেশি করে ফেলেছি। সব মিলিয়ে এত বেশি বাড়াবাড়ি করাটা উচিত হয়নি। বাঙালিতো আবার যেকোনো কিছু সামনে পেলেই তা নিয়ে বেশি মাতামাতি করে। যেকোনো কিছুর জবাব আসলে মুখে না বলে কাজের মাধ্যমে জবাব দেওয়া উচিত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়