Monday, June 29

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় কানাইঘাটে মসজিদের ইমাম গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করে মসজিদে কথা বলার অভিযোগে কানাইঘাট থানা পুলিশ এক ইমামকে গ্রেফতার করেছে। স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জানান, উপজেলার সাতবাঁক ইউপির চরিপাড়া করডি জামে মসজিদের ইমাম মাওঃ ছিদ্দিকুর রহমান (৩৪) গত শুক্রবার মসজিদে জুম্মার নামাযের কুৎবার পূর্বে ধর্মীয় বয়ানের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ক করে অযাচিত কথা বলেন। এ সময় মসজিদে অবস্থানরত আওয়ামীলীগের নেতাকর্মীরা ইমাম ছিদ্দিকুর রহমান কর্তৃক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করেন। পরে বিষয়টি স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীকে অবহিত করলে থানার এস.আই তাপস চন্দ্র রায় শুক্রবার গভীর রাতে চরিপাড়া করডি জামে মসজিদ থেকে ইমাম মাওঃ ছিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেন। সোমবার ৫৪ ধারায় বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাট থানা পুলিশ ইমাম মাওঃ ছিদ্দিকুর রহমানকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে এই ইমামকে জেল হাযতে প্রেরন করেন। বিষয়টির সত্যতা স্বীকার করে থানার এস.আই তাপস চন্দ্র রায় বলেছেন, গ্রেফতার পূর্বক ,মসিজিদের ইমামকে ৫৪ ধারায় আদালতে সোপদৃ করা হয়েছে। অভিযুক্ত ইমাম ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোন ধরনের কটুক্তি করেন নি। গত শুক্রবার জুম্মার নামাযের পূর্বে ধর্মীয় বয়ানে সহি ও শুদ্ধ ভাবে নামায আদায় করার জন্য মুসল্লীদের উদ্দেশ্যে কথা বলার সময় বঙ্গবন্ধুকে নিয়ে আমি কটুক্তি করেছি এমন অভিযোগ এনে কতিপয় লোকজন আমাকে হয়রানী করার জন্য এমন মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়