Sunday, June 14

যখন-তখন পারমাণবিক স্থাপনা পরিদর্শন নয়: ইরান


কানাইঘাট নিউজ ডেস্ক: ইরান জাতিসংঘের পরিদর্শকদের যখন-তখন পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেবে না । দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি গত শনিবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন। খবর রয়টার্সের। রুহানি বলেছেন, ‘অতিরিক্ত প্রটোকল বা অন্য কোনো উদ্দেশ্যের কথা বলে ইরান তার জাতীয় গোপনীয়তা বিদেশীদের হাতে তুলে দেবে না।’ এর আগে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে আলোচনায় শক্তিধর ছয় রাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক আনবিক সংস্থা’র (আইএইএ) পরিদর্শকদের প্রকল্প পরিদর্শনের অনুমতি দেওয়ার ব্যাপারে নতুন শর্ত উপস্থাপন করা হয়। যুক্তরাষ্ট্র ও ফ্রন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে হবে। দুই ঘণ্টার মতো অল্প সময়ের নোটিশেও যেন তারা প্রবেশ করতে পারেন বিষয়টি চুক্তিতে যুক্ত করতে হবে। প্রেসিডেন্ট রুহানি বলেছেন, নতুন করে এ ধরনের শর্ত শুধু চুক্তি সম্পাদনকে বিলম্বিতই করবে। তিনি বলেন, ছয় জাতির পক্ষ থেকে যত নতুন শর্ত যুক্ত করা হবে চুক্তি ততই পিছিয়ে যাবে। পারমাণবিক ইস্যুতে সমঝোতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান বোমা বানানোর উদ্দেশ্যে পারমাণবিক প্রকল্পে কাজ চালাচ্ছে। অপরদিকে ইরানের দাবি, তাদের কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের কয়েক দফা আলোচনার পর পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি হ্রাসে সম্মত হয়েছে ইরান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়