Friday, June 12

মোদির সফরে বাংলাদেশ বেশি লাভবান হয়েছে


ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশ বেশি লাভবান হয়েছে। যারা এর বিরোধিতা করে বক্তব্য দিচ্ছেন তারা ভুল তথ্য দিচ্ছেন। শুক্রবার ভোলায় স্থানীয় শিল্পকলা একাডেমীতে ১০ জন গুণী শিল্পীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ নাট্যশিল্পী এম ফারুকুর রহমান। অনুষ্ঠানের দশ গুণী শিল্পী হলেন, এম ফারুকুর রহমান (নাটক), প্রশান্ত চন্দ্র করঞ্জাই (আবৃতি), এ.ইউ.এম শাকির (সঙ্গীত), কাজী নাসিমা শিরিন তুলি (নৃত্য), ভাস্কর চন্দ্র মজুমদার (তবলা) এবং এম এ তাহের (নাটক), আনোয়ার হোসেন (আবৃত্তি), মনজুর আহমেদ (সঙ্গীত), কবি হাসান মাহমুদ (ফোক গান), প্রদীপ রায় (তবলা)। তাদের প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও নগদ দশ হাজার টাকার চেক পুরস্কার হিসাবে দেওয়া হয়। বাংলাদেশ সম্পূর্ণভাবে জঙ্গি তৎপরতা বন্ধ করতে পেরেছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, এ কারণেই আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ এখন একটি মডেল হিসেবে চিহ্নিত হচ্ছে। তিনি বলেন, জঙ্গি আর সন্ত্রাসী লালন করে রাজনীতি করা যায় না, তাই খালেদা জিয়া ঘরে ফিরে গেছেন। তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, খালেদা জিয়া তখন দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যার উজ্জ্বল দৃষ্টান্ত তিন মাস ধরে দেশব্যাপী সন্ত্রাসী তাণ্ডব। তিনি বলেন, এ কারণে দেশের অর্থনীতি মারাত্বক হুমকির মুখে পড়েছিল। জনসমর্থনহীন আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন চুপ হয়ে গেছে। বাণিজ্যমন্ত্রী বলেন, এখন দেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল। দেশের রপ্তানি লক্ষমাত্রা এ বছর ১৪ বিলিয়নে উন্নীত হয়েছে। তাই দৃঢ়ভাবে আবারও বলা যায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি বলেন, এই সরকারের অঙ্গীকার ছিল, ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়