Saturday, June 20

কানাইঘাটে এক মামলাবাজ ব্যক্তির কর্মকান্ডে অতিষ্ট হয়ে ইউপি চেয়ারম্যান বরাবরে এলাকাবাসীর অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সদর ইউপির চটিগ্রামের মৃত লাল মিয়ার পুত্র মোঃ শাহজাহানের সমাজ বিরোধী কর্মকান্ডে অতিষ্ট হয়ে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এলাকার ২ শতাধিক লোকজন কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের বরাবরে গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার চটিগ্রাম, বীরদল, ছোটদেশ ও কচুপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সদর ইউপির কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত অভিযোগ চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছে প্রেরল করেন। অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেছেন, চটিগ্রামের লাল মিয়ার পুত্র মোঃ শাহজাহান (৬৫) একজন চিহ্নিত মামলাবাজ ও প্রতারক প্রকৃতির লোক। সে তার শ্বশুড়েরর সম্পত্তি থেকে সমন্ধিক ও শালিকাদের বঞ্চিত ও আত্মসাত করার উদ্দেশ্যে সমন্ধিক, শালিকা ও তাদের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজনদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। এতে এলাকার নিরীহ লোকজনও রেহাই পাচ্ছেন না। বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে মামলাবাজ শাহজাহান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা অপপ্রচার করে আসছে। তাহার এহেন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ভুক্ত ভোগীরা সামাজিক ভাবে বিচার প্রার্থী হলেও সে কোন সালিশে উপস্থিত না হয়ে মামলা মোকদ্দমা দিয়ে নীরিহ লোকজনদের হয়রানি অব্যাহত রেখেছে। সম্প্রতি শাহজাহানের বিরুদ্ধে নানা অভিযোগ পেয়ে সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম তাকে ইউনিয়নের গ্রাম আদালতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রেরণ করলেও সে উপস্থিত হয়নি বলে এলাকাবাসী জানান। এছাড়া শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বীরদল ভাড়ারিফৌদ গ্রামের তৌহিদুর রহমানের পুত্র আশফাক আহমদ সম্প্রতি জেলা পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আব্দুন নুর ও ইউপি সদস্য আফতাব উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, শাহজাহানের বিরুদ্ধে এলাকাবাসীর আনিত অভিযোগ সত্য। তার জগন্য মূলক কর্মকান্ড ও মামলা মোকদ্দমায় অতিষ্ট হয়ে উঠেছেন এলাকাবাসী। এ ব্যাপারে পরিষদের সভা ডেকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়