Wednesday, June 10

হাসপাতালে এরশাদ


ঢাকা: হাঁটুতে ব্যথা অনুভব করার কারণে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদকে। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য ও চেয়ারম্যানের প্রেস সচিব শুভ রায় বুধবার সকালে গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, “গতকাল সন্ধ্যার পর থেকে হাঁটুতে ব্যথা অনুভব করায় স্যারকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।” এ দিকে বুধবার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এরশাদের। তার অসুস্থতার কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে। সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ বলেন, “রাতে আমাদের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু টেলিফোন করে চেয়ারম্যানের অসুস্থতা ও জেলা সম্মেলন স্থগিতের কথা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়