Tuesday, June 23

পাকিস্তানে তাপপ্রবাহে মৃতের সংখ্যা ৪শ ছাড়িয়েছে


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: পাকিস্তানের সিন্ধু প্রদেশে তাপপ্রবাহে আরো ৩০৯ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে তিনদিনে মৃতের সংখ্যা ৪৪৫ জনে পৌছাঁয়। ইসলামাবাদভিত্তিক দৈনিক ডন জানিয়েছে, এখনো তাপমাত্রা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হাসপাতালগুলোর মর্গে নিহত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে ডন জানায়, নতুন করে মৃতদের মধ্যে ৩০১ জন প্রাদেশিক রাজধানী করাচিতে এবং বাকি আটজন প্রদেশের অন্য জায়গায় মারা গেছে বলে জানা গেছে। গত রবিবার তাপপ্রবাহের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে করাচিতে ১৩২ জন এবং লারকানা ও জ্যাকোবাবাদ জেলায় দুজনের মৃত্যু হয়। এ মুহূর্তে করাচিতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। প্রায় সব বড় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীরা আসছেন। করাচির জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে সোমবার ১০১ জন মারা যায়। এ নিয়ে হাসপাতালে ১৮৬ জন মারা গেল। সিভিল হাসপাতালের চিকিৎসকরা জানান, সোমবার সেখানে ৫৮ জন মারা গেছে। আব্বাসি শহীদ হাসপাতালে ৬৭ জনের প্রাণহানি হয়। এ ছাড়া করাচি মেট্রোপলিটন হাসপাতাল পরিচালিত হাসপাতালগুলোতে আরো চারজনের মৃত্যু হয়। কাতার হাসপাতালে ২৩, সিন্ধু সরকারি হাসপাতালে ৮ ও লিয়ারি জেনারেল হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়। সিন্ধুর প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাম মেহতাব দাহার বলেন, সরকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হৃদরোগে আক্রান্ত রোগীর জন্য পৃথক বেড রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়