Monday, June 8

ওমরা ভিসা পুনরায় চালুর চেষ্টায় সরকার


কানাইঘাট নিউজ ডেস্ক: ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, দ্রুততম সময়ে ওমরা ভিসা পুনরায় চালু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি সৌদি কর্তৃপক্ষ পুনরায় ভিসা চালু করবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রনালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান। মন্ত্রী বলেন, ওমরার নামে মানবপাচারের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে দায়ী এজেন্সিগুলের লাইসেন্স বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করা হবে। মানবপাচারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা করা হবে। মন্ত্রী জানান, সৌদি আরবে বেশ কিছু ওমরা এজেন্সি বাংলাদেশের কতগুলো ওমরা এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ করেছে। এ পর্যন্ত প্রাপ্ত এজেন্সিগুলোর সংখ্যা ৫৬ এবং ফিরে না আসা যাত্রীর সংখ্যা ছয় থেকে সাত হাজার। তবে সৌদি সরকারের তরফ থেকে কোনো সংখ্যা, এজেন্সির তালিকা বা অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়