Saturday, June 6

ফেইসবুকে পোষ্ট করা যাবে এনিমেটেড ইমেজ


এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও ‘জিফ’ ইমেজ পোস্ট করা যাবে। ব্যবহারকারীদের পোস্ট করা ‘জিফ’ ফেইসবুক ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপেও দেখা সম্ভব হবে। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সরাসরি জিফ ফাইল আপলোড করলে নতুন এ ফিচারটি কাজ করবে না। বরং আপলোডের বদলে সাইটটির ‘স্ট্যাটাস আপডেট’-এর স্থানে জিফ ফাইলের লিংকটি পেস্ট করতে হবে। আর জিফ লিংক কপি করার সময় সম্পূর্ণ জিফ ইউআরএল কপি হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। জিফ লিংকের শেষে *.gif থাকলেই ব্যবহারকারীরা বুঝতে পারবেন সম্পূর্ণ ইউআরএল কপি হয়েছে। ফেইসবুকের নতুন এ ফিচারটি বর্তমানে শুধু ব্যক্তিগত প্রোফাইলের জন্য প্রযোজ্য। আপাতত কোনো ব্র্যান্ড পেইজ জিফ পোস্টের সুবিধা পাচ্ছে না বলেই জানিয়েছে ম্যাশএবল। সুত্রঃ ওয়েব সাইট

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়