Friday, June 12

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশ নিতে জৈন্তার মাহফুজ সৌদি যাচ্ছে


ওলিউর রহমান: আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৫ এবার অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবে। সৌদি সরকার অনুমোদিত সংস্থা হাইয়াতুল আলামিয়াহ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। বিশ্বের প্রায় ৭০টি মুসলিম দেশের ক্ষুদে হাফিজ এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। পবিত্র রমযানুল মুবারকে প্রতি বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলেটের ক্ষুদে হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজ বাংলাদেশের বাছাই পর্বে অংশ গ্রহণ করে সেরা পাঁচে অন্তর্ভুক্ত হওয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সে মনোনিত হয়। জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপঞ্জি গ্রামের হাফিজ মাওলানা জয়নুল আবেদীন ও জুলেখা বেগমের প্রথম ছেলে আব্দুল্লাহ আল মাহফুজ। সে সিলেটবাসীর দোয়া প্রার্থী। উল্লেখ্য যে, ২০১৩ সালে সৌদি আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলাদেশের হাফিজ নাজমুস সাকিব বিশ্বসেরা হাফিজ নির্বাচিত হয়েছিল। সিলেটের হাউজিং এস্টেট এ অবস্থিত সুনামধন্য প্রতিষ্ঠান তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ সিলেট শাখার মেধাবী ছাত্র মাহফুজ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়