Saturday, June 13

শব্দের সীমাবদ্ধতা থাকছে না টুইটারে


তথ্য প্রযুক্তি ডেস্ক: টুইটারে বার্তার ক্ষেত্রে শব্দের সীমাবদ্ধতার কারণে অনেকে বিরক্ত হন। কারণ যা বলতে চান তা হয়তো বলা হয়ে ওঠে না এ শব্দ সীমাব্ধতার কারণে। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বার্তা দিতে হলে গুনে গুনে ১৪০টির বেশি চিহ্ন বা ক্যারেক্টার ব্যবহার করা যায় না। তবে টুইটার ব্যবহারকারীদের জন্য সুসংবাদ হলো টুইটারে সরাসরি বা ডিরেক্ট বার্তা লেখার ক্ষেত্রে এখন আর শব্দের সীমাবদ্ধতা থাকছে না। চাইলেই লেখা যাবে ১০ হাজার ক্যারেক্টারের বার্তা। তবে রেগুলার টুইটের ক্ষেত্রে অবশ্য শব্দের সীমারেখা থাকবে। আগামী জুলাই থেকে টুইটের শব্দের বাধা ওঠে যাবে। বৃহস্পতিবার সাইটটির ডেভেলপার ফোরাম একটি পোস্টে একথা জানান। তবে জুলাইয়ের কত তারিখ থেকে নতুন এই পদ্ধতি কার্যকর হবে সে ব্যাপারে জানা যায়নি। টুইটারে সরাসরি বার্তা লেখার সেবাটি জনপ্রিয় করার জন্য বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করা হচ্ছে। সাইটটি গত জানুয়ারিতে গ্রুপ ম্যাসেজ সার্ভিস যোগ করা হয়েছে সরাসরি ম্যাসেজিংয়ে। এছাড়া ম্যাসেজ প্রাপ্তির ক্ষেত্রে কার কার কাছ থেকে ম্যাসেজ আসবে, সেটিও বাছাই করার সুযোগ দেওয়া হয়েছে টুইটার ব্যবহারকারীদের। সূত্র: গার্ডিয়ান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়