Thursday, June 4

এ বাজেট গণমুখী: আ.লীগ


ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে গণমুখী হিসাবে মন্তব্য করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সংসদে বাজেট পেশ হওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এ কথা বলেন। ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পেশ করার জন্য সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এম এ আজিজ বলেন, এই বাজেট গণমুখী। এ বাজেটের মাধ্যমে দেশের কল্যাণ ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেশকে উন্নয়নের পথে পরিচালিত করতে সাহায্য করবে। দেশের মানুষ যে আশা করেছিল, সেই বাজেটই পেশ করা হয়েছে। এই বাজেটের ফলে দেশের দারিদ্রবিমোচন ও উন্নয়নের অগ্রগতি হবে। তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বাজেটের মধ্য দিয়ে আমাদের আশা ও আকাঙ্খার প্রতিফলন হয়েছে। উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় ২ লাখ ৯৫ হাজার ১শ কোটি টাকার প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করেছেন তিনি। এ বাজেটে এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে একটু কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। বিশাল এ বাজেটে ব্যয় করা হবে তিনটি ভাগে। যেখানে অনুন্নয়ন রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৭১ কোটি, উন্নয়ন ব্যয় ১ লাখ ২ হাজার ৫৫৯ কোটি এবং অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৯৭০ কোটি টাকা। সব মিলিয়ে পুরো ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকাই ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়