Monday, June 8

সিলেটে ব্লগার অনন্ত হত্যা: গ্রেফতার ইদ্রিছ ৭ দিনের রিমান্ডে


ডেস্ক রিপোর্ট: সিলেটে ব্লগার অনন্ত হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতার স্থানীয় দৈনিকের ফটো সাংবাদিক ইদ্রিছ আলীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাকে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক বেগম ফারহানা ইয়াসমিন এ আদেশ দেন। এর আগে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী। পরে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সূত্র বিষয়টি নিশ্চত করেছে। পুলিশ জানায়, রোববার দিনগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে সিআইডি পুলিশের একটি দল। এরপর অনন্ত হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। ইদ্রিছ আলী সিলেট সদর উপজেলার সাহেব বাজার ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস আলীর ছেলে। এদিকে রিমান্ড মঞ্জুর হওয়ার পর ইদ্রিছ আলীকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ১২মে প্রকাশ্য নগরের বনকলাপাড়া দিঘীরপাড় এলাকায় অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে বিমনবন্দর থানায় মামলা (নং-১২(৫)১৫) দায়ের করেন। Share

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়