Friday, June 26

সবচেয়ে দ্রুতগতির ফোন


তথ্য প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন মানুষের ধ্যান ধারণাকে বদলে দিয়েছে। আর এই ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে চলছে ব্যাপক প্রতিযোগিতা। কে কার আগে এগিয়ে যাবে এই অবস্থায় সাম্প্রতিক এক পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার স্যামসাং প্রতিষ্ঠানের তৈরি গ্যালাক্সি এস ৬ স্মার্টফোনটি এখন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টমস গাইডের এই পরীক্ষায় নয়টি বিষয় মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ছয়টিতে শীর্ষে রয়েছে স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস ৬ স্মার্টফোনটি। দ্রুতগতির ফোন হিসেবে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এলজির জি ৪ স্মার্টফোনটি। তৃতীয় অ্যাপলের আইফোন ৬। পরীক্ষকেরা দাবি করেন, গ্যালাক্সি ৬ স্মার্টফোনটি প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলার কারণ হলো স্যামসাংয়ের নিজস্ব অক্টাকোর এক্সিনোস ৭৪২০ প্রসেসর, উন্নত ডিডিআর ৪ মেমোরি ও দ্রুতগতির স্টোরেজ ফরম্যাট। টমস গাইড পরীক্ষায় চালানো ফোনগুলোর মধ্যে আইফোন ৬ সবচেয়ে পুরানো মডেলের। টমস গাইডের পরীক্ষায় তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আইফোন ৬, ৪র্থ এইচটিসি ওয়ান এম৯, ৫ম গুগল নেক্সাস ৬ ও ৬ষ্ঠ আসুস জেনফোন ২।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়