Friday, April 24

ক্ষমা চাইলেন কেজরিওয়াল


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লিতে দলীয় সমাবেশে কৃষকের আত্মহত্যার ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও দলটির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ‘নিজের ভুলের কথা স্বীকার করে’ ক্ষমা চেয়েছেন তিনি। খবর টাইমস্‌ অব ইন্ডিয়ার। গত বুধবার দিল্লির যন্তর মন্তরে কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) সমাবেশে রাজস্থান থেকে আগত কৃষক গজেন্দ্র সিং আত্মহত্যা করেন। ওই ঘটনার পরও সমাবেশ চালিয়ে যায় এএপি এবং বক্তব্য শেষ করে গজেন্দ্র সিংকে দেখতে হাসপাতালে যান কেজরিওয়াল, যদিও ততোক্ষণে নিহত কৃষককে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসক। ওই ঘটনার পর থেকেই তীব্র সমালোচিত হচ্ছে কেজরিওয়াল। এই প্রসঙ্গে কেজরিয়াল শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে বলেন, "ওই ঘটনার পরও বক্তব্য চালিয়ে যাওয়া আমার উচিত হয়নি এবং আমাদের উচিত ছিল সমাবেশ সেখানেই শেষ করে দেয়া। আমি মানুষের আবেগে আঘাত করেছি, তাই ক্ষমা চাচ্ছি।" গাছের ওপরে কী হচ্ছিল, তা দেখতে পাননি দাবি করে কেজরিওয়াল বলেন, "আমরা আগে থেকেই এ ঘটনার কথা জানতাম বলে যা ছড়ানো হচ্ছে, তা যদি সত্যি হতো, তাহলে ঘটনার সাথে সাথেই কিছু একটা করতে পারতাম আমরা। এটা ঠিক যে যা ঘটেছে, তা আমার সামনেই ঘটেছে। ঘটনাটি এখনো সহ্য করতে পারছি না আমি, ওই রাতে আমি ঘুমাতেও পারিনি।" তিনি আরো বলেন, "আপনারা নিজেরা নিজেদের মতো করে ঘটনার উপসংহার টানতেই পারেন। কিন্তু কেবল সঠিক তদন্তের পরই আসল সত্য জানা যাবে।" কেজরিওয়াল মনে করেন, যেহেতু এখন তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, কাজেই তার ওপর থেকে দৃষ্টি সরিয়ে এখন ভারতের বিপর্যস্ত কৃষকদের দিকে নজর দেয়া উচিত। ব্যাঙ্গাত্মক কণ্ঠে তিনি বলেন, ‘আমি দেশের মানুষের কাছে জানতে চাই যে গত দু’দিন ধরে যা হচ্ছে, তা কি ঠিক হচ্ছে? যদি ঠিক হয়, তা হলে যা চলছে, তাই চলতে থাকুক।’ পরস্পরকে দোষারোপের সঠিক সময় এটা নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, এএপি’র সমাবেশে কৃষকের আত্মহত্যার ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে এএপি ও দিল্লি পুলিশ। ভারতের কৃষকরা দিন দিন বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় সাম্প্রতিক সময়ে কৃষকের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়ে গেছে। এর মধ্যে ভূমি বিষয়ক একটি বিল আনতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংসদে বিলটি উত্থাপিত ও এর ওপর বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে খোদ রাজধানীতে কৃষকের আত্মহত্যার ঘটনায় দেশটির গ্রামাঞ্চল জুড়ে ক্ষোভ ফুঁসে ওঠায় তা পিছিয়ে দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই আইনটি বাস্তবায়িত হলে শিল্পকারখানা স্থাপনের জন্য কৃষিজমি কেনার কাজ আরো সহজ হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়