গোপালগঞ্জ: ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপদমুক্ত ছাত্রলীগ গড়ে তুলতে হবে। ছাত্রলীগ আমাদের সম্পদ। কিছু কিছু জায়গায় সম্পদ আপদে পরিণত হয়েছে। এরা দলের দুর্নাম করে। এদের সংখ্যা খুবই কম। আপদ দিয়ে আমাদের দেশের উন্নয়ন হবে না।
শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, “ছাত্রলীগ ও তারুণ্য আমদের সম্পদ। প্রধানমন্ত্রী তরুণদের হাতে বই, খাতা, কলম তুলে দিয়েছেন। তাদের আমরা সম্পদে পরিণত করছি। এখান থেকেই ছাত্রলীগের নেতা ও নেতৃত্ব বেরিয়ে আসবে। তারুণ্যই একদিন বাংলাদেশকে অভিষ্ট লক্ষে পৌঁছে দেবে।”
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়