Wednesday, March 4

কাল থেকে বিদেশগামী নারীদের নিবন্ধন শুরু


ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার থেকে বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের নিবন্ধন শুরু হচ্ছে। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের নগর ডিজিটাল সেন্টার এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় ফি এবং কাগজপত্র জমা দিয়ে নাম নিবন্ধন করা যাবে। এতে বলা হয়, প্রথম পর্যায়ে আগামী ৫ থেকে ১১ মার্চ পর্যন্ত শুধু ঢাকা বিভাগের বাসিন্দারা নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে ১২ থেকে ১৬ মার্চ রাজশাহী ও রংপুর, ১৭ থেকে ২৩ মার্চ চট্টগ্রাম ও সিলেট এবং ২৪ থেকে ২৮ মার্চ খুলনা ও বরিশাল বিভাগে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। উল্লিখিত সময়ের মধ্যে প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনে সরকারি ফি ২০০ টাকা এবং ফরম পূরণে সহায়তার জন্য উদ্যোক্তা ফি ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা খরচ হবে। রেজিস্ট্রেশনের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র অবশ্যই আনতে হবে। জন্ম নিবন্ধনে যে নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে পরবর্তী সময়ে হুবহু সেই তথ্যের ভিত্তিতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরি করতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ প্রশিক্ষণের সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র থাকলে তা সঙ্গে আনতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়