নিজস্ব প্রতিবেদক:
বিরোধী দলীয় জোটের হরতাল অবরোধের নামে দেশ ব্যাপী জ্বালাও পুড়াও হত্যার প্রতিবাদে এবং ২০১৫ সালের এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শনিবার বিকেল ২টায় কানাইঘাট উপজেলা সদরে মিছিল করেছে ছাত্রলীগ। বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশ গ্রহণে মিছিলটি কানাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ত্রিমোহনী পয়েন্টে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আজমল হোসেনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক শ্রী রিংকু চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, মামুন আহমদ, জমির উদ্দিন কামরান, আহমদ সুলেমান, সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সভাপতি এম মস্তাক আহমদ, জেলা ছাত্রলীগ নেতা ফারুক আহমদ, সুসান্ত দাস সুমন, মহানগর ছাত্রলীগ নেতা মামুন রশিদ রাজু, ছাত্রনেতা মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন, রুবেল আহমদ, আহমেদুল কবির, রেজওয়ান, হারিছ, মামুন, রুবেল, ফয়সল, সারোয়ার, রোমান, সালেহ, রনি, সৌরভ, আশরাফ, রাসেল, নাঈম, সোহাদ, আদনান, সাকিল, ফয়েজ প্রমুখ। সভায় বক্তারা দেশ ব্যাপী জ্বালাও পুড়াও মাধ্যমে মানুষ হত্যার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে অবস্থানের অঙ্গীকার ব্যক্ত করে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়