Tuesday, January 6

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, হাইকোর্টে সিএনজিতে আগুন


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. রনি (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে হাইকোর্টের সামনে একটি সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সিএনজিতে থাকা দুই যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার রাতে এসব ঘটনা ঘটে। শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. রনি নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে হাইকোর্টের সামনে আগুনে ঘটনার কথা জানা নেই ওই পুলিশ কর্মকর্তার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়