Monday, January 5

দক্ষিণ অস্ট্রেলিয়াতে তীব্র দাবদাহ


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: দক্ষিণ অস্ট্রেলিয়ার অগ্নি নির্বাপক কর্মকর্তারা জানায়, বুধবারের মধ্যে দেশটির আবহাওয়া পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভবনা নেই এবং দাবদাহ পরিস্থিতি আরও তীব্র হবে। দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী খ্যাত অ্যাডলেডে এরই মধ্যে ৩০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। ৫’শরও বেশি অগ্নি নির্বাপক কর্মকর্তা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গত শুক্রবার থেকে দাবদাহের সূচনা হয়। কর্মকর্তারা জানায়, গত বুধবার থেকে এ অঞ্চলের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ১৯৮৩ সালের পর এই প্রথম বাতাসে ছাইয়ের পরিমাণ এতো বেশি দেখা গেছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের পক্ষে জানানো হয়, সোমবার অ্যাডেলেডের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মঙ্গল ও বুধবার তাপমাত্রা আরও বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌছাবে বলেও জানায়। দক্ষিন অস্ট্রেলিয়ার প্রধান জে ওয়েদারলি বলেন, ‘এ অঞ্চলের পরিস্থিতি এখনো বিপদমুক্ত নয়। আশা করা হচ্ছে এ সপ্তাহের শেষ নাগাদ তাপমাত্রা এবং বাতাসের তীব্রতা কিছুটা কমবে। তবে আমি সবাইকে নিশ্চিত করতে চাই এই দাবাদহ পরিস্থিতি নতুন করে আর কোনো এলাকায় ছড়াবে না।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়