Sunday, December 28

দিল্লীতে হাড় কাপানো শীত


কানাইঘাট নিউজ ডেস্ক: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লী। এর সাথে যুক্ত হয়েছে সর্বনি¤œ তাপমাত্রা। দিল্লীতে গত রবিবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২.৬ ডিগ্রী। কুয়াশার কারণে যান চলাচলের দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে এসেছে। ভারতের আবহাওয় অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে যান চলাচলের দৃশ্যমানতা ছিল ৫০ মিটারের নীচে। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। অধিকাংশ এলাকাগুলোতে দু’ঘন্টা পার হওয়ার পরও অবস্থার কোনো উন্নতি হয়নি। রেল অধিদপ্তরের সূত্রে জানানো হয়, ৬৩টি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে, ৬টি ট্রেনের সিডিউল পুনঃনির্ধারণ করা হয়েছে ও চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। কুয়াশার কারণে শহরের যোগাযোগ ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে, রাস্তায় সকল গাড়ি ও মোটর সাইকেলকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। দিল্লী থেকে নদীয়ায় যাবার পথে এক প্রত্যক্ষ্যদর্শী জানান, কুয়াশায় গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কারণ দৃশ্যমানতা প্রায় ১০ মিটারের নিচে নেমে এসেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়