Saturday, December 13

চিকেনপক্সে আক্রান্ত অ্যাঞ্জেলিনা জোলি


কানাইঘাট নিউজ ডেস্ক : হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি চিকেনপক্সে আক্রান্ত হয়েছেন। তাই আগামী সপ্তাহে নিজের পরিচালিত নতুন মুভি ‘আনব্রোকেন’ এর প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারছেন না তিনি। নিজেই গতকাল এক ভিডিও বার্তায় চিকেনপক্সে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন জোলি। কন্ট্যাক্ট মিউজিক তাদের এক প্রতিবেদনে জানায়, আনব্রোকেন এর পরিচালক জুলি চিকেনপক্স ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা বিশ্বাসই করতে পারছেন না। তাই মুভিটির প্রিমিয়ারে অংশ নিতে পারবেন না তিনি। এক ভিডিওবার্তায় ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী নিজেই বলেন, ‘আগামী দিনে আমি কেন আনব্রোকেন এর প্রোগ্রাম মিস করব সে ব্যাপারে আমি স্রেফ পরিষ্কার ও সৎ থাকতে চাই। তা হলো গত রাতে আমি লক্ষ্য করেছি যে আমার চিকেন পক্স হয়েছে। তা চুলকাতেই আমাকে বাসায় থাকতে হবে ও সবাইকে মিস করবো এবং আমি স্রেফ তা বিশ্বাস করতে পারছি না। কারণ মুভিটির তাৎপর্য আমার কাছে অনেক বেশি। আমি স্রেফ তা বিশ্বাস করতে পারছি না তবে জীবন এমনই। সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি এবং আশা করছি সবকিছু ঠিকঠাক মতোই চলবে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়