Tuesday, December 30

কানাইঘাটে জেএসসি,জেডিসি ও পিএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন


নিজস্ব প্রতিবেদক: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের জেএসসি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত জেডিসি, ইবতেদায়ী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত পিএসসি সমাপনী পরীক্ষায় কানাইঘাট উপজেলার স্কুল ও মাদ্রাসাগুলো সাফল্য জনক ফলাফল অর্জন করেছে। জেএসসি পরীক্ষায় মোট ২৪১৫জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৭০জন পাশ করেছেন। এপ্লাস পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী। জেডিসি পরীায় মোট ৬৫১জন শিক্ষার্থী পরীক্ষার্থীর মধ্যে ৬৫৭জন শিক্ষার্থী পাশ করেছেন। এপ্লাস য়েছেন ৩৩জন শিক্ষার্থী। স্কুল পর্যায়ে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। এ স্কুল থেকে ১১৩জন শিক্ষার্থী পরীায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সর্বোচ্চ ১৩জন শিক্ষার্থী এপ্লাস পেয়েছে। এছাড়া কানাইঘাট আইডিয়াল স্কুল থেকে ৭টি এপ্লাস সহ ১৭জন, ঝিংঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় ১টি এপ্লাস সহ ১১২জন, মুলাগুল হারিছ চৌধুরী একাডেমী ৭৩জন, বশির আহমদ উচ্চ বিদ্যালয় ২টি এপ্লাস সহ ৮৫জন, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় ৮৪জন মালিকনাহার মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ১টি এ প্লাসসহ ৩৩জন শিক্ষার্থী কৃতকার্য হয়ে শতভাগ ফলাফল অর্জন করেছে। অন্যান্য স্কুলগুলোর মধ্যে মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় ৫৬জনের মধ্যে ৫২জন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় ১৬৮জনের মধ্যে ১৫৯জন, সরকেড় বাজার উচ্চ বিদ্যালয় ৩টি এপ্লাস সহ ১৯৭জনের মধ্যে ১৭৮জন, সুরাইঘাট উচ্চ বিদ্যালয় ৭১জনের মধ্যে ৬৯জন, বড়চতুল উচ্চ বিদ্যালয় ৪৬জনের মধ্যে ৩৮জন, ছোটদেশ উচ্চ বিদ্যালয় ২টি এপ্লাস সহ ১১১জনের ১০৬জন, বীরদল এন.এম একাডেমী ১২০জনের মধ্যে ১১৮জন, বড়দেশ উচ্চ বিদ্যালয় ১২০জনের ১১৩জন, চরিপারা স্কুল এন্ড কলেজ ৩টি এপ্লাস সহ ১৫০জনের ১৪৭জন, দুর্গাপুর স্কুল এন্ড কলেজ ১টি এপ্লাস সহ ১৮২জনের ১৭৭জন, গাছবাড়ী মডার্ণ একাডেমী ৪টি এপ্লাস সহ ২৩৫জনের ২৩২জন, কাড়াবাল্লা বিদ্যানিকেতন ৩৩জনের মধ্যে ৩২জন, সুরমা উচ্চ বিদ্যালয় ১টি এপ্লাস সহ ১৬০ জনের মধ্যে ১৫০জন, সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ৬৮জনের ৫৯জন, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় ৬৮জনের মধ্যে ৬৭জন এবং কানাইঘাট পাবলিক হাই স্কুল ৫৫জনের মধ্যে ৫২জন শিক্ষার্থী পাশ করেছেন। পাশের হার মোট ৯৩%। অপরদিকে মাদ্রসাা শিক্ষাবোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় মনসুরিয়া কামিল মাদ্রাসা থেকে ৪টি এপ্লাসহ সহ ১৩৩জনের মধ্যে ১২৮, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসা ৩টি এপ্লাসহ সহ ৭৬জনের মধ্যে ৭৪জন, ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদ্রাসা ৫টি এপ্লাস সহ শতভাগ ৮৯, সড়কের বাজার আলিম মাদ্রাসা ৩টি এপ্লাস সহ ৮৮জনের মধ্যে ৮৭, রহিমিয়া আলিম মাদ্রাসা ১টি এপ্লাস সহ ৪৮জনের মধ্যে ৪৭, ফাগু ঝিঙ্গারখাল দাখিল মাদ্রাসা ১টি এপ্লাস সহ ২২জনের মধ্যে ২১, হাজী আব্দুল খালিক মহিলা মাদ্রাসা ৪টি এপ্লাস সহ ৩১জনের মধ্যে ৩০, গাছবাড়ী মহিলা দাখিল মাদ্রাসা ১টি এপ্লাস সহ ৪৯জনের মধ্যে ৪৮, জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসা ৫টি এপ্লাস সহ শতভাগ ৪৮, লামাঝিঙ্গাবাড়ী মাদ্রাসা শতভাগ ৪২, শাহজালাল সাত্তারিয়া দাখিল মাদ্রাসা ২টি এপ্লাস সহ শতভাগ ১৫ এবং আলহেরা দাখিল মাদ্রাসা ১টি এপ্লাস সহ শতভাগ ২৮জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এছাড়া পিএসসির সমাপনী উপজেলার ২২৪টি স্কুলের মোট ৫২৬৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫০৭০জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এপ্লাস পেয়েছে ৯৮জন শিক্ষার্থী। পাশের হার মোট ৯৬.৬৩%।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়